বিজ্ঞানী প্রশান্তচন্দ্র মহলানবীশের প্রয়াণ দিবস
বিজ্ঞানী প্রশান্তচন্দ্র মহলানবীশের প্রয়াণ দিবস Death anniversary of scientist Prashant Chandra Mahalanobis ১৯৭২ সালের ২৮ জুন। বিজ্ঞানী প্রশান্তচন্দ্র মহলানবীশ (Prasanta Chandra Mahalanobis) প্রয়াত হন। তাঁকে আধুনিক পরিসংখ্যান বিদ্যার জনক বলা হয়। ১৯৩১ সালে কলকাতার বরানগরে তিনি প্রতিষ্ঠা করেন ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউট (Indian Statistical Institute, ISI) । তাঁর একটি উল্লেখযোগ্য অবদান হল ‘ মহলানবীশ দূরত্ব (Mahalanobis Distance)। তাঁর কাজ অর্থনীতি, কৃষি, নমুনা জরিপ এবং পরিকল্পনা নীতিতে গভীর প্রভাব ফেলেছে। প্রশান্তচন্দ্র মহলানবীশের ব্যক্তি জীবন: জন্ম: ১৮৯৩ সালের ২৯ জুন, কলকাতায়। মৃত্যু: ১৯৭২ সালের ২৮ জুন। কলকাতায়। তাঁর সহধর্মিনীর নাম নীতিকা (পূর্ব নাম মৃণালিনী সেন) , যিনি একজন সমাজকর্মী ছিলেন। তাঁর ভাইপো প্রসন্ত কুমার মহলানবীশ একজন বিশিষ্ট শিক্ষাবিদ ছিলেন। মহলানবীশ বিজ্ঞান ও সমাজের উন্নয়নে গভীরভাবে বিশ্বাসী ছিলেন এবং বিজ্ঞানকে জনকল্যাণে ব্যবহারের পক্ষে কাজ করতেন। শিক্ষা জীবন : কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক হন। পরে কেমব্রিজ বিশ্ব...