পোস্টগুলি

মিঠুন চক্রবর্তী লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

বিখ্যাত : তথ্য। তারিখ। মাস। বছর। বিষয়। ব্যক্তি খুঁজুন :

মিঠুন চক্রবর্তীর জন্মদিন

মিঠুন চক্রবর্তীর জন্মদিন Mithun Chakraborty's Birthday ১৬ই জুন। ১৯৫০ সালের ১৬ই জুন মিঠুন চক্রবর্তীর জন্মদিন । তাঁর প্রথম সিনেমা হল ‘ মৃগয়া’ । যাঁর পরিচালক ছিলেন মৃণাল সেন। বাঙালি চিত্র পরিচালকদের মধ্যে যিনি বিশেষ খ্যাতি অর্জন করেছেন। মিঠুন চক্রবর্তী অভিনীত ‘ ডিস্কো ড্যান্সার’ ছবিটি প্রথম ভারতীয় ছবি যেটি ১০০ কোটি টাকার উপর ব্যবসা করেছিল। ২০২৪ সালে দাদাসাহেব ফালকে পুরস্কার পান ।

মিঠুন চক্রবর্তীর দাদাসাহ সাহেব ফালকে পুরস্কার ২০২২ প্রাপ্তি

মিঠুন চক্রবর্তীর দাদাসাহ সাহেব ফালকে পুরস্কার ২০২২ প্রাপ্তি : কিংবদন্তী অভিনেতা মিঠুন চক্রবর্তী ২০২৪ সালের ৮ অক্টোবর ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হন। এই পুরস্কার ভারতীয় চলচ্চিত্রে তাঁর অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নয়াদিল্লির বিজ্ঞান ভবনে অনুষ্ঠিত ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে এই সম্মাননা তুলে দেন।   পুরস্কার প্রাপ্তির বিস্তারিত: বছর: ২০২৪ অনুষ্ঠান: ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদানকারী কর্তৃপক্ষ: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পুরস্কারের কারণ:  ভারতীয় চলচ্চিত্রে মিঠুন চক্রবর্তীর অসামান্য অবদান পুরস্কার প্রাপ্তির সময়: অক্টোবর মাসের ৮ তারিখে উল্লেখযোগ্য তথ্য: এই পুরস্কারের মাধ্যমে মিঠুন চক্রবর্তী ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান লাভ করেন।  এই পুরস্কার প্রাপ্তির পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে অভিনন্দন জানান। তাঁর চলচ্চিত্র জীবনের অন্যতম বিখ্যাত ছবিগুলোর মধ্যে রয়েছে মৃগয়া, ডিস্কো ড্যান্সার, এবং ডান্স ডান্স।  তিনি ২০২৪ সালের জানুয়ারিতে পদ্মভূষণ উপাধিতেও ভূষিত হন।...

🔰 তারিখ অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 মাস অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

🔰 বছর অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 ব্যক্তি অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 বিষয় অনুযায়ী তথ্য খুঁজুন :🔍

আরও দেখান

তথ্য তালাশ : অনলাইন সংকলন

আলী হোসেন, লেখক,
তথ্য তালাশ
সুপ্রিয় পাঠক,

তথ্য তালাশ-এর অনলাইন সংকলনে আপনাকে স্বাগত। 

প্রতিদিন, প্রতি নিয়ত বিশ্বজুড়ে ঘটে চলেছে নানান ঘটনা। কিছু বিখ্যাত, কিছু অখ্যাত, আবার কিছু কুখ্যাতও। এই সব হরেক ঘটনার মধ্যে থাকে এমন কিছু ঘটনা, যা মানুষ মনে রাখতে চায়, চায় স্মরণ করতে।

তথ্য তালাশ সেই লক্ষ্য নিয়েই তৈরি। যেহেতু এটি ডিজিটাল ফরম্যাটে তৈরি, তাই যখনই প্রয়োজন পড়বে, আপনার হাতের মোবাইলে হাত রাখলেই আলাদীনের আশ্চর্য প্রদীপের মত সামনে হাজির হবে তথ্য তালাশ

আপনি কি পড়তে চান এই সংকলনটি! ক্লিক করুন এখানে