লোক সংঘর্ষ সমিতি গঠন
লোক সংঘর্ষ সমিতি গঠন Formation of People's Conflict Association ১৯৭৫ সালের ২৫ জুন। জনতা পার্টির নেতা জয়প্রকাশ নারায়ণ ‘ লোক সংঘর্ষ সমিতি ’ গঠন করেন। উদ্দেশ্য ছিল, ইন্দিরা গান্ধীকে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগে বাধ্য করা। এই উদ্দেশ্যে দিল্লিতে ২৫ শে জুন ‘ জন মোর্চা ’র ডাকে বিরাট জনসভা অনুষ্ঠিত হয়। এখানেই জয়প্রকাশ নারায়ণ লোক সংঘর্ষ সমিতি গঠনের কথা ঘোষণা করেন। এই সমিতির চেয়ারম্যান হন মুরাদজি দেশাই , সাধারণ সম্পাদক হলেন আরএসএসের শীর্ষ নেতা এবং জনসংঘের অর্গানাইজিং সেক্রেটারি নানাজি দেশমুখ । এখান থেকেই ডাক দেওয়া হয় ২৯ শে জুন দেশ জুড়ে সত্যাগ্রহের । এই পরিস্থিতিতে ২৫ জুন রাতে ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা ঘোষণা করেন।