পোস্টগুলি

ট্রেন দুর্ঘটনা লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

জ্ঞানেশ্বরী এক্সপ্রেস লাইনচ্যুত হয়

জ্ঞানেশ্বরী এক্সপ্রেস লাইনচ্যুত হয় ২০১০ সালের ২৮ শে মে। ঝাড়গ্রামের কাছে সরডিহা ও খেমাশুলি স্টেশনে মাঝে মধ্যরাতে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে একটি মালগাড়িকে ধাক্কা মারে। নিহত হন অন্তত ১৪৮ জন যাত্রী।

🔰 ব্যক্তি অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 বিষয় অনুযায়ী তথ্য খুঁজুন :🔍

আরও দেখান

তথ্য তালাশ : অনলাইন সংকলন

আলী হোসেন, লেখক,
তথ্য তালাশ
সুপ্রিয় পাঠক,

তথ্য তালাশ-এর অনলাইন সংকলনে আপনাকে স্বাগত। 

প্রতিদিন, প্রতি নিয়ত বিশ্বজুড়ে ঘটে চলেছে নানান ঘটনা। কিছু বিখ্যাত, কিছু অখ্যাত, আবার কিছু কুখ্যাতও। এই সব হরেক ঘটনার মধ্যে থাকে এমন কিছু ঘটনা, যা মানুষ মনে রাখতে চায়, চায় স্মরণ করতে।

তথ্য তালাশ সেই লক্ষ্য নিয়েই তৈরি। যেহেতু এটি ডিজিটাল ফরম্যাটে তৈরি, তাই যখনই প্রয়োজন পড়বে, আপনার হাতের মোবাইলে হাত রাখলেই আলাদীনের আশ্চর্য প্রদীপের মত সামনে হাজির হবে তথ্য তালাশ

আপনি কি পড়তে চান এই সংকলনটি! ক্লিক করুন এখানে