পোস্টগুলি

১৭ তারিখ লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

বিখ্যাত : তথ্য। তারিখ। মাস। বছর। বিষয়। ব্যক্তি খুঁজুন :

নরেন্দ্র মোদির জন্মদিন

নরেন্দ্র মোদির জন্মদিন : Narendra Modi's birthday Narendra-Modis-birthday ১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর। আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। তাঁর পুরো নাম নরেন্দ্র দামোদরদাস মোদী। তিনি ১৯১৪ সাল থেকে আজকের দিন (২০২৫) পর্যন্ত প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব পালন করছেন। ২০০১ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন।

ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিনের এর জন্মদিন

ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিনের এর জন্মদিন : Cricketer Ravichandran Ashwin's birthday ১৯৮৬ সালের ১৭ সেপ্টেম্বর। ক্রিকেটার রবিচন্দ্রন অশ্নিন জন্মগ্রহণ করেন। খ্যাতনামা এই ক্রিকেটার টেস্টে ছয়টি শত রান করেছেন। টেস্ট, একদিনের ম্যাচ এবং টি-টোয়েন্টি মিলিয়ে তাঁর মোট উইকেট সংখ্যা যথাক্রমে ৫৩৭, ১৫৬ এবং ৭২।

🔰 তারিখ অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 মাস অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

🔰 বছর অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 ব্যক্তি অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 বিষয় অনুযায়ী তথ্য খুঁজুন :🔍

আরও দেখান

তথ্য তালাশ : অনলাইন সংকলন

আলী হোসেন, লেখক,
তথ্য তালাশ
সুপ্রিয় পাঠক,

তথ্য তালাশ-এর অনলাইন সংকলনে আপনাকে স্বাগত। 

প্রতিদিন, প্রতি নিয়ত বিশ্বজুড়ে ঘটে চলেছে নানান ঘটনা। কিছু বিখ্যাত, কিছু অখ্যাত, আবার কিছু কুখ্যাতও। এই সব হরেক ঘটনার মধ্যে থাকে এমন কিছু ঘটনা, যা মানুষ মনে রাখতে চায়, চায় স্মরণ করতে।

তথ্য তালাশ সেই লক্ষ্য নিয়েই তৈরি। যেহেতু এটি ডিজিটাল ফরম্যাটে তৈরি, তাই যখনই প্রয়োজন পড়বে, আপনার হাতের মোবাইলে হাত রাখলেই আলাদীনের আশ্চর্য প্রদীপের মত সামনে হাজির হবে তথ্য তালাশ

আপনি কি পড়তে চান এই সংকলনটি! ক্লিক করুন এখানে