পোস্টগুলি

চন্দ্র অভিযান লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

বিখ্যাত : তথ্য। তারিখ। মাস। বছর। বিষয়। ব্যক্তি খুঁজুন :

চন্দ্রযান-২ এর উৎক্ষেপণ

চন্দ্রযান-২ এর উৎক্ষেপণ Launch of Chandrayaan-2 ২০১৯ সালের ২২ জুলাই। ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র সতীশ ধাওয়ান স্পেস স্টেশন থেকে সকাল ৯ঃ১৩ মিনিটে উৎক্ষেপণ করা হয় চন্দ্রজান-২। এই উৎক্ষেপণ প্রক্রিয়াটি পরিচালিত হয় ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর পরিচালনায়। ২০শে আগস্ট চন্দ্রজন টু চাঁদের কক্ষপথে পৌঁছায়।

🔰 তারিখ অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 মাস অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

🔰 বছর অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 ব্যক্তি অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 বিষয় অনুযায়ী তথ্য খুঁজুন :🔍

আরও দেখান

তথ্য তালাশ : অনলাইন সংকলন

আলী হোসেন, লেখক,
তথ্য তালাশ
সুপ্রিয় পাঠক,

তথ্য তালাশ-এর অনলাইন সংকলনে আপনাকে স্বাগত। 

প্রতিদিন, প্রতি নিয়ত বিশ্বজুড়ে ঘটে চলেছে নানান ঘটনা। কিছু বিখ্যাত, কিছু অখ্যাত, আবার কিছু কুখ্যাতও। এই সব হরেক ঘটনার মধ্যে থাকে এমন কিছু ঘটনা, যা মানুষ মনে রাখতে চায়, চায় স্মরণ করতে।

তথ্য তালাশ সেই লক্ষ্য নিয়েই তৈরি। যেহেতু এটি ডিজিটাল ফরম্যাটে তৈরি, তাই যখনই প্রয়োজন পড়বে, আপনার হাতের মোবাইলে হাত রাখলেই আলাদীনের আশ্চর্য প্রদীপের মত সামনে হাজির হবে তথ্য তালাশ

আপনি কি পড়তে চান এই সংকলনটি! ক্লিক করুন এখানে