পোস্টগুলি

ফেব্রুয়ারী ২৩, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

প্রথম রাজধানী এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন

প্রথম রাজধানী এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন : Inauguration of the first Rajdhani Express train ১৯৬৯ সালের ১ মার্চ । ভারতে প্রথম রাজধানী এক্সপ্রেসের উদ্বোধন হয়। এই দিন বিকেলে  ৫:৩০ মিনিটে দিল্লি থেকে হাওড়ার উদ্দেশ্যে দেশের প্রথম রাজধানী এক্সপ্রেস যাত্রা শুরু করে। ট্রেনটি ১৭ ঘণ্টা ২০ মিনিট সময় নিয়ে পরের দিন সকাল ১০:৫০ মিনিটে হাওড়ায় পৌঁছে নজির সৃষ্টি করে। ফিরতি যাত্রায় ট্রেনটি ৩রা মার্চ, ১৯৬৯ তারিখে হাওড়া থেকে যাত্রা শুরু করে। উল্লেখ্য, ১৪৫৫ কিলোমিটার দীর্ঘ এই পথে শিয়ালদা থেকে আরও একটি রাজধানী এক্সপ্রেস চালু হয় ২০০০ সালের ১ জুলাই ।  রাজধানী এক্সপ্রেস উদ্বোধনের পটভূমি  ১) লর্ড কার্জনের বঙ্গভঙ্গ : বাংলাকে বিভক্ত করে বাঙালি জাতীয়তাবাদকে পঙ্গু করে দেয়ার উদ্দেশ্যে লর্ড কার্জন ১৯০৫ সালের ১৬ই অক্টোবর বঙ্গভঙ্গ আইন পাস ও কার্যকর করেন। এই আইন পাশের সাথে সাথে বাংলা জুড়ে প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাগের বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে ‘ রাখি বন্ধন’ উৎসব পালনের সিদ্ধান্ত নেন। বাংলাকে ঐক্যবদ্ধ রাখাই এই উৎসবের মূল উদ্দেশ্য ছিল।  ২) বয়কট আন্দোলন...

🔰 ব্যক্তি অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 বিষয় অনুযায়ী তথ্য খুঁজুন :🔍

আরও দেখান

তথ্য তালাশ : অনলাইন সংকলন

আলী হোসেন, লেখক,
তথ্য তালাশ
সুপ্রিয় পাঠক,

তথ্য তালাশ-এর অনলাইন সংকলনে আপনাকে স্বাগত। 

প্রতিদিন, প্রতি নিয়ত বিশ্বজুড়ে ঘটে চলেছে নানান ঘটনা। কিছু বিখ্যাত, কিছু অখ্যাত, আবার কিছু কুখ্যাতও। এই সব হরেক ঘটনার মধ্যে থাকে এমন কিছু ঘটনা, যা মানুষ মনে রাখতে চায়, চায় স্মরণ করতে।

তথ্য তালাশ সেই লক্ষ্য নিয়েই তৈরি। যেহেতু এটি ডিজিটাল ফরম্যাটে তৈরি, তাই যখনই প্রয়োজন পড়বে, আপনার হাতের মোবাইলে হাত রাখলেই আলাদীনের আশ্চর্য প্রদীপের মত সামনে হাজির হবে তথ্য তালাশ

আপনি কি পড়তে চান এই সংকলনটি! ক্লিক করুন এখানে