ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুদিন
ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুদিন : Birth and death date of Dr. Bidhan Chandra Roy Birth-and-death-date-of-Dr.-Bidhan-Chandra-Roy ১৮৮২ সালের ১ জুলাই। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিশিষ্ট চিকিৎসক বিধানচন্দ্র রায়ের জন্মদিন। ১৯৬২ সালের একই দিনে অর্থাৎ ১ জুলাই তিনি প্রয়াত হন। তিনি ১৯৪৮ থেকে ১৯৬২ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন। ১৯৬১ সালে লাভ করেন ‘ ভারতরত্ন’ সম্মান।