পোস্টগুলি

বিপ্লবী গণেশ ঘোষ লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

বিপ্লবী গণেশ ঘোষের জন্মদিন

ছবি
বিপ্লবী গণেশ ঘোষের জন্মদিন বিপ্লবী গণেশ ঘোষের জন্মদিন Birthday of revolutionary Ganesh Ghosh ১৯০০ সালের ২২ জুন। বিপ্লবী গণেশ ঘোষের জন্মদিন। চট্টগ্রাম যুব বিদ্রোহের ‘ ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি’ র ফিল্ড মার্শাল ছিলেন গণেশ ঘোষ। সারা জীবন মিলিয়ে ২৭ বছর কারা বাস করেছেন ভারতের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণের কারণে। ১৯৫২ ১৯৫৭ এবং ১৯৬২ সালে বেলগাছিয়া কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। ১৯৬৭ সালে দক্ষিণ কলকাতা কেন্দ্র থেকে লোকসভায় সংসদ নির্বাচিত হয়েছিলেন। ১৯৭১ সালে তিনি সংসদীয় রাজনীতি থেকে অবসর নেন। ১৯৯২ সালের ২২ ডিসেম্বর এসএসকেএম হাসপাতালে তার জীবন অবসান হয়।  বিপ্লবী গণেশ ঘোষ ছিলেন ভারতীয় স্বাধীনতা সংগ্রামের এক অগ্নিযুগের যোদ্ধা, যার জীবন ও কর্ম বাংলার বিপ্লবী আন্দোলনে গভীর প্রভাব রেখেছিল। জন্ম ও প্রারম্ভিক জীবন : 💁 জন্ম: ১৯০০ সালের ২২ জুন (আজ থেকে ১২৪ বছর আগে) ব্রিটিশ ভারতের চট্টগ্রামে (বর্তমান বাংলাদেশ) জন্মগ্রহণ করেন। 👫 পরিবার : তাঁর পিতা গিরিজাপতি ঘোষ  এবং মাতা লক্ষ্মীমণি দেবী । তাঁর ভাই মহেন্দ্র ঘোষ ও ছিলেন স্বাধীনতা সংগ্রামী। শিক্ষা ও বিপ্লবী দীক্ষা : 📚 চট্ট...

🔰 ব্যক্তি অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 বিষয় অনুযায়ী তথ্য খুঁজুন :🔍

আরও দেখান

তথ্য তালাশ : অনলাইন সংকলন

আলী হোসেন, লেখক,
তথ্য তালাশ
সুপ্রিয় পাঠক,

তথ্য তালাশ-এর অনলাইন সংকলনে আপনাকে স্বাগত। 

প্রতিদিন, প্রতি নিয়ত বিশ্বজুড়ে ঘটে চলেছে নানান ঘটনা। কিছু বিখ্যাত, কিছু অখ্যাত, আবার কিছু কুখ্যাতও। এই সব হরেক ঘটনার মধ্যে থাকে এমন কিছু ঘটনা, যা মানুষ মনে রাখতে চায়, চায় স্মরণ করতে।

তথ্য তালাশ সেই লক্ষ্য নিয়েই তৈরি। যেহেতু এটি ডিজিটাল ফরম্যাটে তৈরি, তাই যখনই প্রয়োজন পড়বে, আপনার হাতের মোবাইলে হাত রাখলেই আলাদীনের আশ্চর্য প্রদীপের মত সামনে হাজির হবে তথ্য তালাশ

আপনি কি পড়তে চান এই সংকলনটি! ক্লিক করুন এখানে