পি ভি নরসিমহা রাও এর জন্মদিন P. V. Narasimha Rao’s Birthday ১৯২১ সালের ২৮ জুন । ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী পি ভি নরসিমহা রাও জন্মগ্রহণ করেন; হায়দ্রাবাদ রাজ্যের (বর্তমানে তেলেঙ্গানা) করিমনগর শহরে। ১৯৯১ থেকে ১৯৯৬ পর্যন্ত তিনি ভারতের প্রধানমন্ত্রী পদে আসীন ছিলেন। তিনি ১৯৭১ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করেছেন। তাঁর শাসন আমলে (১৯৯২) অযোধ্যার ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছিল। পি. ভি. নরসিমহা রাও (P. V. Narasimha Rao) ছিলেন ভারতের নবম প্রধানমন্ত্রী (১৯৯১–১৯৯৬)। প্রারম্ভিক জীবন ও শিক্ষা: পি. ভি. নরসিমহা রাও এর পুরো নাম পামুলাপর্তি ভেঙ্কট নরসিমহা রাও । ১৯২১ সালে একটি তেলেগু ব্রাহ্মণ পরিবারে তাঁর জন্ম। তিনি একজন অসাধারণ মেধাবী ছাত্র ছিলেন। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা শেষ করে হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান ও আইনে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং নাগপুর বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি ৮টি ভাষায় পারদর্শী ছিলেন। এগুলো হল তেলেগু , হিন্দি , ইংরেজি , সংস্কৃত , মারাঠি ...