পোস্টগুলি

প্রধানমন্ত্রী লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

রাজীব গান্ধীর জন্মদিন

রাজীব গান্ধীর জন্মদিন : Rajiv Gandhi's Birthday ১৯৪৪ সালের ২০ আগস্ট। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মদিন। তিনি ছিলেন ভারতের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী। ১৯৮৪ সালে তাঁর মা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যুর (দুইজন শিখ দেহরক্ষীর হাতে নিহত হন) পর ৪০ বছর বয়সে প্রধানমন্ত্রী হন। ১৯৮৪ থেকে ১৯৮৯ পর্যন্ত তিনি এই পদে আসীন ছিলেন। মা ইন্দিরা গান্ধীর মত তিনিও শেষ পর্যন্ত সন্ত্রাসবাদি আক্রমণে মৃত্যুবরণ করেন।

পি ভি নরসিমহা রাও-এর জন্মদিন

পি ভি নরসিমহা রাও এর জন্মদিন P. V. Narasimha Rao’s Birthday ১৯২১ সালের ২৮ জুন । ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী পি ভি নরসিমহা রাও জন্মগ্রহণ করেন; হায়দ্রাবাদ রাজ্যের (বর্তমানে তেলেঙ্গানা) করিমনগর শহরে। ১৯৯১ থেকে ১৯৯৬ পর্যন্ত তিনি ভারতের প্রধানমন্ত্রী পদে আসীন ছিলেন। তিনি  ১৯৭১ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করেছেন। তাঁর শাসন আমলে (১৯৯২) অযোধ্যার ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছিল। পি. ভি. নরসিমহা রাও (P. V. Narasimha Rao) ছিলেন ভারতের নবম প্রধানমন্ত্রী (১৯৯১–১৯৯৬)। প্রারম্ভিক জীবন ও শিক্ষা: পি. ভি. নরসিমহা রাও এর পুরো নাম পামুলাপর্তি ভেঙ্কট নরসিমহা রাও । ১৯২১ সালে একটি তেলেগু ব্রাহ্মণ পরিবারে তাঁর জন্ম। তিনি একজন  অসাধারণ মেধাবী  ছাত্র ছিলেন। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা শেষ করে  হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়  থেকে বিজ্ঞান ও আইনে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং নাগপুর বিশ্ববিদ্যালয়  থেকে আইনে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি  ৮টি ভাষায় পারদর্শী  ছিলেন। এগুলো হল  তেলেগু , হিন্দি , ইংরেজি , সংস্কৃত , মারাঠি ...

জওহরলাল নেহরুর মৃতু দিন

জওহরলাল নেহরুর মৃতু দিন ১৯৬৪ সালের ২৭শে মে। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ৭৪ বছর বয়সে প্রয়াত হন। ১৯৪৭ সাল থেকে ১৯৬৪ সাল পর্যন্ত তিনি এই পদে আসীন ছিলেন। ১৯৫৫ সালে তিনি ভারতরত্ন সম্মানে ভূষিত হন। Jawaharlal Nehru's Death Anniversary Jawaharlal-Nehrus-Death-Anniversary

🔰 ব্যক্তি অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 বিষয় অনুযায়ী তথ্য খুঁজুন :🔍

আরও দেখান

তথ্য তালাশ : অনলাইন সংকলন

আলী হোসেন, লেখক,
তথ্য তালাশ
সুপ্রিয় পাঠক,

তথ্য তালাশ-এর অনলাইন সংকলনে আপনাকে স্বাগত। 

প্রতিদিন, প্রতি নিয়ত বিশ্বজুড়ে ঘটে চলেছে নানান ঘটনা। কিছু বিখ্যাত, কিছু অখ্যাত, আবার কিছু কুখ্যাতও। এই সব হরেক ঘটনার মধ্যে থাকে এমন কিছু ঘটনা, যা মানুষ মনে রাখতে চায়, চায় স্মরণ করতে।

তথ্য তালাশ সেই লক্ষ্য নিয়েই তৈরি। যেহেতু এটি ডিজিটাল ফরম্যাটে তৈরি, তাই যখনই প্রয়োজন পড়বে, আপনার হাতের মোবাইলে হাত রাখলেই আলাদীনের আশ্চর্য প্রদীপের মত সামনে হাজির হবে তথ্য তালাশ

আপনি কি পড়তে চান এই সংকলনটি! ক্লিক করুন এখানে