মাতঙ্গিনী হাজরার শহীদ দিবস
মাতঙ্গিনী হাজরার শহীদ দিবস : Martyrdom Day of Matangini Hazra ১৯৪২ সালের ২৯ সেপ্টেম্বর। স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরার শহীদ দিবস। ১৯৪২ সালের আজকের দিনে তিনি পুলিশের গুলিতে প্রাণ হারান। বর্তমান মেদিনীপুরের তমলুক শহরে প্রায় ছয় হাজার মানুষের একটি মিছিলে নেতৃত্ব দিয়েছিলেন এই বীরাঙ্গনা নারী। গান্ধীজীর ডাকা ভারত ছাড়ো আন্দোলনের সমর্থনে তিনি এই মিছিলের ডাক দিয়েছিলেন। মিছিল চলাকালীন পুলিশ তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। তিনি শহীদ হন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। আরও পড়ুন : মাতঙ্গিনী হাজরার জন্ম, বংশ পরিচয় ও পারিবারিক জীবন। ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমানে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার তমলুক মহকুমা) অন্তর্গত হোগলা গ্রামে এক দরিদ্র কৃষক পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। ১. মুখবন্ধ: স্বাধীনতা সংগ্রামে মাতঙ্গিনী হাজরার স্থান ও মেদিনীপুরের প্রেক্ষাপট ১.১. বাংলার নারী নেতৃত্বের প্রদীপ্ত প্রতীক: পরিচিতি ও ঐতিহাসিক গুরুত্ব মাতঙ্গিনী হাজরা (১৮৬৯/১৮৭০–১৯৪২) ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক ব্যতিক্রমী নারী চরিত্র। তাঁর মানবতাবাদী আদর্শ ও অহিংস আন্দোলনের প্রতি গ...