মোহাম্মদ রফির প্রয়াণ দিবস
মোহাম্মদ রফির প্রয়াণ দিবস : Mohammad Rafi's death anniversary ১৯৮০ সালের ৩১ জুলাই । মোহাম্মদ রফির প্রয়াণ দিবস। ১৯৮০ সালের আজকের দিনে ভারতের কিংবদন্তী প্লেব্যাক গায়ক মোহাম্মদ রফি হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। তাঁর বহুমুখী কণ্ঠ এবং গানের বিশাল ভাণ্ডার তাঁকে ভারতীয় সঙ্গীতের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ গায়ক হিসেবে পরিচিতি দিয়েছে। ১৯৬৭ সালে তিনি ভারত সরকারের কাছ থেকে পদ্মশ্রী সম্মান লাভ করেন। বাংলা, হিন্দি, তামিল সহ নানা ভারতীয় ভাষায় তিনি প্রায় সাত হাজারের উপর গান গেয়েছেন। মোহাম্মদ রফি সম্পর্কে প্রাথমিক তথ্য: ⏰ জন্ম: ২৪ ডিসেম্বর ১৯২৪, কোটলা সুলতান সিং, পাঞ্জাব, ব্রিটিশ ভারত (বর্তমান পাঞ্জাব, ভারত)। ⏰ মৃত্যু: ৩১ জুলাই ১৯৮০ (৫৫ বছর বয়সে), বোম্বে, মহারাষ্ট্র, ভারত। 🎹 পেশা: নেপথ্য গায়ক। সক্রিয়ভাবে সঙ্গীত চর্চা করেছেন ১৯৪৪-১৯৮০ পর্যন্ত। পরিবার ও বাল্যকাল: জন্ম ও জন্মস্থান : ১৯২৪ সালের ২৪ ডিসেম্বর মোহাম্মদ রফি পাঞ্জাবি (ব্রিটিশ ভারত, বর্তমান পাঞ্জাব, কোটলা) জাট মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা হাজী আলী মোহাম্মদ একজন...