পোস্টগুলি

গায়ক লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

বিখ্যাত : তথ্য। তারিখ। মাস। বছর। বিষয়। ব্যক্তি খুঁজুন :

কিশোর কুমারের মৃত্যু দিন

কিশোর কুমারের মৃত্যু দিন : Kishore Kumar's Death Anniversary ১৯৮৭ সালের ১৩ অক্টোবর। ভারতীয় গায়ক কিশোর কুমারের প্রয়াণ দিবস। ১৯৮৭ সালের আজকের দিনে তিনি প্রয়াত হন। গায়ক হিসেবে বিখ্যাত হলেও তিনি একাধারে ছিলেন অভিনেতা , সংগীতকার ও পরিচালক । ‘ চলতি কা নাম গাড়ি ’, ‘ হাফ টিকিট ’ তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র। 

জগজিৎ সিং এর প্রয়াণ দিবস

জগজিৎ সিং-এর প্রয়াণ দিবস : Jagjit Singh’s Death Anniversary ২০১১ সালের ১০ অক্টোবর। গজল গায়ক জগজিৎ সিং-এর প্রয়াণ দিবস। ২০১১ সালের আজকের দিনে তিনি ৭০ বছর বয়সে মারা যান। ২০০৩ সালে তিনি পদ্মভূষণ সম্মান পান। পাঞ্জাবি হিন্দি উর্দু ইত্যাদি নানা ভাষায় তিনি গান গেয়েছেন।

কিশোর কুমারের জন্মদিন

কিশোর কুমারের জন্মদিন : Kishore Kumar's Birthday ১৯২৯ সালের ৪ আগস্ট। কিশোর কুমারের জন্মদিন। ১৯২৯ সালের আজকের দিনে ভারতের স্বনামধন্য গায়ক কিশোর কুমার জন্মগ্রহণ করেন খান্ডোয়ায়। তিনি ৮ বার ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন। হিন্দি বাংলা মারাঠি গুজরাটি সহ নানা ভাষায় গান গেয়ে ভারতজোড়া খ্যাতি অর্জন করেছেন। তার আসল নাম আভাস কুমার গঙ্গোপাধ্যায় ।

🔰 তারিখ অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 মাস অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

🔰 বছর অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 ব্যক্তি অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 বিষয় অনুযায়ী তথ্য খুঁজুন :🔍

আরও দেখান

তথ্য তালাশ : অনলাইন সংকলন

আলী হোসেন, লেখক,
তথ্য তালাশ
সুপ্রিয় পাঠক,

তথ্য তালাশ-এর অনলাইন সংকলনে আপনাকে স্বাগত। 

প্রতিদিন, প্রতি নিয়ত বিশ্বজুড়ে ঘটে চলেছে নানান ঘটনা। কিছু বিখ্যাত, কিছু অখ্যাত, আবার কিছু কুখ্যাতও। এই সব হরেক ঘটনার মধ্যে থাকে এমন কিছু ঘটনা, যা মানুষ মনে রাখতে চায়, চায় স্মরণ করতে।

তথ্য তালাশ সেই লক্ষ্য নিয়েই তৈরি। যেহেতু এটি ডিজিটাল ফরম্যাটে তৈরি, তাই যখনই প্রয়োজন পড়বে, আপনার হাতের মোবাইলে হাত রাখলেই আলাদীনের আশ্চর্য প্রদীপের মত সামনে হাজির হবে তথ্য তালাশ

আপনি কি পড়তে চান এই সংকলনটি! ক্লিক করুন এখানে