ডোনাল্ড জর্জ ব্র্যাডম্যানের জন্মদিন
ডোনাল্ড জর্জ ব্র্যাডম্যানের জন্মদিন : Donald George Bradman's Birthday ১৯০৮ সালের ২৭ আগস্ট। ডোনাল্ড জর্জ ব্র্যাডম্যান জন্মগ্রহণ করেন। দ্যা ডন নামে তিনি বিশেষভাবে পরিচিত। ৫২ টি টেস্ট খেলেছেন এবং ৬৯৯৬ রান করেছেন। তার ব্যাটিংয়ের গড় হল ৯৯.৯৪ শতাংশ। এর মধ্যে ২৯ টি শতরান রয়েছে।