কাশ্মীরে ভয়াবহ ভূমিকম্প : Earthquake hits Kashmir ২০০৫ সালের ৮ অক্টোবর। কাশ্মীরে ভয়াবহ ভূমিকম্প হয়। ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৬০ রিখটার। সকাল আটটা পঞ্চাশ মিনিটে এই ভয়াবহ ভূমিকম্প হয় মূলত পাকিস্তান অকুপাইড কাশ্মীর অঞ্চলে (পিওকে)। এই ভূমিকম্পে মারা যান ৮৬০০০-এর বেশি মানুষ। এবং প্রায় সমপরিমাণ মানুষ আহত হন। ২০০৫ সালের ৮ অক্টোবর পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে সংঘটিত ভূমিকম্পটি ছিল ইতিহাসের অন্যতম ধ্বংসাত্মক ও মরণঘাতী প্রাকৃতিক দুর্যোগ। কাশ্মীরে ভূমিকম্পের বিবরণ তারিখ ও সময় : ৮ অক্টোবর ২০০৫, স্থানীয় সময় সকাল ৮টা ৫০ মিনিট। উৎপত্তিস্থল (Epicenter) : পাকিস্তানের মুজাফফারাবাদ শহর থেকে ১৯ কিলোমিটার উত্তর-পূর্বে। মাত্রা : ৭.৬ (মোমেন্ট ম্যাগনিচিউড স্কেল)। এর গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার, যা একটি অগভীর ভূমিকম্প হিসেবে এর ধ্বংসাত্মক প্রভাবকে বহুগুণে বাড়িয়ে দিয়েছিল । স্থায়িত্ব : প্রায় ৬০ সেকেন্ড প্রভাবিত অঞ্চল : পাকিস্তান, ভারত (বিশেষ করে জম্মু ও কাশ্মীর), আফগানিস্তান। ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ও প্রাণহানি এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির মাত্রা ছিল অত্যন্ত ভয়াবহ। · মানুষিক ক্ষয়ক্ষতি:...