পোস্টগুলি

রাজেন্দ্রচন্দ্র দত্ত লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

ভারতে হোমিওপ্যাথি চিকিৎসার পথিকৃৎ

ভারতে হোমিওপ্যাথি চিকিৎসার অন্যতম পথিকৃৎ The first promoter and pioneer of homeopathic medicine in India ১৮৮৯ সালের ৫ই জুন। ভারতে হোমিওপ্যাথিক চিকিৎসার প্রথম প্রচারক ও অন্যতম পথিকৃৎ রাজেন্দ্রচন্দ্র দত্ত প্রয়াত হন।  রাজেন্দ্রচন্দ্র দত্ত (১৮১৮-১৮৮৯) ছিলেন কলকাতার একজন বিশিষ্ট ব্যক্তি এবং হোমিওপ্যাথির প্রতি গভীর অনুরাগী।  বাংলায় এবং ভারতে হোমিওপ্যাথির প্রসারে তাঁর অবদান ছিল অপরিসীম। প্রাথমিক জীবন ও কর্মজীবন: জন্ম ও শিক্ষা: রাজেন্দ্রচন্দ্র দত্ত ১৮১৮ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি প্রাথমিকভাবে ইংরেজি ও সংস্কৃত শিক্ষা লাভ করেন। হোমিওপ্যাথির সাথে সম্পর্ক : পড়াশোনা শেষ করে রাজেন্দ্রচন্দ্র দত্ত প্রথমে দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায়ের সহায়তায় নিজের বাড়িতে একটি দাতব্য অ্যালোপ্যাথিক ডিসপেন্সারি শুরু করেন। এরপর তিনি ড. জন মার্টিন হনিগবার্গারের শিষ্য  হয়ে ওঠেন, যিনি ভারতবর্ষে সর্ব প্রথম হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি নিয়ে আসেন । রাজেন্দ্রচন্দ্র দত্ত তাঁর কাছ থেকে এই চিকিৎসা পদ্ধতি সম্পর্কে গভীর অধ্যয়ন শুরু করেন। ধীরে ধীরে তিনি হোমিওপ্যাথিক চিকিৎসার দিকে পুরোপুরি ঝুঁকে পড়...

🔰 ব্যক্তি অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 বিষয় অনুযায়ী তথ্য খুঁজুন :🔍

আরও দেখান

তথ্য তালাশ : অনলাইন সংকলন

আলী হোসেন, লেখক,
তথ্য তালাশ
সুপ্রিয় পাঠক,

তথ্য তালাশ-এর অনলাইন সংকলনে আপনাকে স্বাগত। 

প্রতিদিন, প্রতি নিয়ত বিশ্বজুড়ে ঘটে চলেছে নানান ঘটনা। কিছু বিখ্যাত, কিছু অখ্যাত, আবার কিছু কুখ্যাতও। এই সব হরেক ঘটনার মধ্যে থাকে এমন কিছু ঘটনা, যা মানুষ মনে রাখতে চায়, চায় স্মরণ করতে।

তথ্য তালাশ সেই লক্ষ্য নিয়েই তৈরি। যেহেতু এটি ডিজিটাল ফরম্যাটে তৈরি, তাই যখনই প্রয়োজন পড়বে, আপনার হাতের মোবাইলে হাত রাখলেই আলাদীনের আশ্চর্য প্রদীপের মত সামনে হাজির হবে তথ্য তালাশ

আপনি কি পড়তে চান এই সংকলনটি! ক্লিক করুন এখানে