উরির সেনাঘাঁটিতে জঙ্গি হামলা
উরির সেনাঘাঁটিতে জঙ্গি হামলা : Terrorist attack on Uri army base ২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর। জম্মু ও কাশ্মীরের উরিতে অবস্থিত ভারতীয় সেনাবাহিনীর সেনাঘাঁটিতে ভোর ৫ টা ৩০ মিনিটে ৪ জন সশস্ত্র জঙ্গি হামলা চালায়। প্রায় ছয় ঘন্টার গুলির লড়াইয়ে ১৯ জন সেনা শহীদ হন এবং আহত হন প্রায় ৩০ জন।