বক্সার মোহাম্মদ আলীর প্রয়াণ দিবস

বক্সার মোহাম্মদ আলীর প্রয়াণ দিবস বক্সার মোহাম্মদ আলীর প্রয়াণ দিবস (ছবি প্রতীকী) Boxer Muhammad Ali's Death Anniversary ২০১৬ সালে ৩ জুন। বিশ্ব বিখ্যাত বক্সার মোহাম্মদ আলী প্রয়াত হন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তাঁর আসল নাম ক্যাসিয়াস মার্সেলাস ক্লে জুনিয়র । তিনি সমগ্র বক্সিং জীবনে ৬১ টি লড়াইয়ে অবতীর্ণ হয়েছিলেন এবং তার মধ্যে ৫৬ টিতে জয়লাভ করেছিলেন। বক্সার মোহাম্মদ আলীর জন্ম নাম ক্যাসিয়াস মার্সেলাস ক্লে জুনিয়র । তিনি একজন মার্কিন পেশাদার মুষ্টিযোদ্ধা ছিলেন। তাঁকে সাধারণত ক্রীড়া ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ হেভিওয়েট হিসেবে গণ্য করা হয়। আমেরিকা যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের লুইসভিল শহরে ১৯৪২ সালের ১৭ জানুয়ারি জন্মগ্রহণ করেন। এবং ২০১৬ সালের ৩ জুন ৭৪ বছর বয়সে অ্যারিজোনা অঙ্গরাজ্যের স্কটসডেল শহরে মারা যান। মোহাম্মদ আলী সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রাথমিক জীবন : ক্লে ১২ বছর বয়সে বক্সিং প্রশিক্ষণ শুরু করেন। ১৯৬০ সালের অলিম্পিকে তিনি লাইট হেভিওয়েট বিভাগে স্বর্ণপদক জয় করেন। একই বছরের ২৯ অক্টোবর তিনি পেশাদার বক্সিংয়ে আত্মপ্রকাশ ...