এস ওয়াজেদ আলীর প্রয়াণ দিবস
এস ওয়াজেদ আলীর প্রয়াণ দিবস S. Wazed Ali's Death Anniversary ১৯৫১ সালের ১০ জুন। বিশিষ্ট বাঙালি সাহিত্যিক এস ওয়াজেদ আলির প্রয়াণ দিবস। ‘ প্রাচ্য ও প্রতীচ্য ’, ‘ মনের মানুষ ’, ‘ মুসলিম সংস্কৃতি ও সাহিত্য ’, ‘ গুলদস্তা ’, ‘ বাংলার রূপ’ ইত্যাদি তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম। তিনি উর্দু ও বাংলা উভয় ভাষায় সাহিত্য রচনা করতেন। সৈয়দ ওয়াজেদ আলী ছিলেন একজন প্রখ্যাত বাঙালি সাহিত্যিক , প্রবন্ধকার এবং চিন্তাবিদ । মূলত প্রগতিশীল চিন্তা ভাবনা, মানবতাবাদী দৃষ্টিভঙ্গি এবং সহজ-সরল অথচ গভীর জীবনবোধ সম্পন্ন লেখার জন্য তিনি পরিচিত ছিলেন। সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে এবং নারী শিক্ষার প্রচারে তিনি অগ্রণী ভূমিকা রাখেন। তাঁর সাহিত্যকর্ম ও চিন্তাধারা আজও প্রাসঙ্গিক। জন্ম ও প্রাথমিক জীবন: ১৮৯০ সালে ৪ সেপ্টেম্বর অবিভক্ত বাংলার (বর্তমানে পশ্চিমবঙ্গ, ভারত) হুগলী জেলার শ্রীরামপুর মহকুমার বড় তাজপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পরিবার ছিল সাহিত্য ও সংস্কৃতিমনস্ক। শিক্ষাজীবন : ১৮৯৫ সালে বড় তাজপুর গ্রামের পাঠশালায় ওয়াজেদ আলীর শিক্ষাজীবন শুরু হয়। পরে তিনি শিলং মোখার হাইস্কুলে ভর্তি হন এবং ১৯০৬ সাল...