পোস্টগুলি

২০ মে লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

বিখ্যাত : তথ্য। তারিখ। মাস। বছর। বিষয়। ব্যক্তি খুঁজুন :

ভাস্কোদাগামা ভারত আগমন

ভাস্কোদাগামা ভারত আগমন Vasco da Gama arrives in India Vasco-da-Gama-arrives-in-India ১৪৯৮ সালের ২০ মে। এই দিন পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা প্রথম ভারতে উপস্থিত হন। তিনি প্রথম ইউরোপীয় যিনি জলপথে ভারতে এসে পৌঁছান।

পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী

পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী First female Chief Minister of West Bengal ২০১১ সালের ২০ মে। পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় শপথ গ্রহণ করেন। দীর্ঘ ৩৪ বছরের বামফ্রন্ট সরকারকে পরাজিত করে তিনি ক্ষমতা দখল করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক দলের নাম সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। ১৯৯৮ সালে তৎকালীন কংগ্রেস দল ভেঙে এই দল প্রতিষ্ঠা করেছিলেন।

🔰 তারিখ অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 মাস অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

🔰 বছর অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 ব্যক্তি অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 বিষয় অনুযায়ী তথ্য খুঁজুন :🔍

আরও দেখান

তথ্য তালাশ : অনলাইন সংকলন

আলী হোসেন, লেখক,
তথ্য তালাশ
সুপ্রিয় পাঠক,

তথ্য তালাশ-এর অনলাইন সংকলনে আপনাকে স্বাগত। 

প্রতিদিন, প্রতি নিয়ত বিশ্বজুড়ে ঘটে চলেছে নানান ঘটনা। কিছু বিখ্যাত, কিছু অখ্যাত, আবার কিছু কুখ্যাতও। এই সব হরেক ঘটনার মধ্যে থাকে এমন কিছু ঘটনা, যা মানুষ মনে রাখতে চায়, চায় স্মরণ করতে।

তথ্য তালাশ সেই লক্ষ্য নিয়েই তৈরি। যেহেতু এটি ডিজিটাল ফরম্যাটে তৈরি, তাই যখনই প্রয়োজন পড়বে, আপনার হাতের মোবাইলে হাত রাখলেই আলাদীনের আশ্চর্য প্রদীপের মত সামনে হাজির হবে তথ্য তালাশ

আপনি কি পড়তে চান এই সংকলনটি! ক্লিক করুন এখানে