পোস্টগুলি

জরুরি অবস্থা ঘোষণা লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

ভারতে প্রথম জরুরি অবস্থা ঘোষণা

ভারতে প্রথম জরুরি অবস্থা ঘোষণা First state of emergency declared in India ১৯৭৫ সালের ২৫ জুন। আজ (২৫ জুন ২০২৫) থেকে পঞ্চাশ বছর আগে আজকের দিনে স্বাধীন ভারতে প্রথম জারি হয়েছিল জরুরি অবস্থা । তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী । মন্ত্রিসভার অনুমোদন ছাড়াই প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কথাতেই জরুরি অবস্থার অর্ডিন্যান্স -এ সই করেছিলেন রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদ । জরুরি অবস্থা নিয়ে লেখা শ্রীনাথ রাঘবন তাঁর ‘ ইন্দিরা গান্ধী এন্ড দ্য ইয়ার্স দ্যাট ট্রান্সফর্মড ইন্ডিয়া ’ গ্রন্থে বিস্তারিত তথ্য সহযোগে দেখিয়েছেন কেন ইন্দ্রিরা গান্ধী জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন। তিনি মূলত চারটি  বিষয় ইন্দিরা গান্ধীর এই সিদ্ধান্তের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল বলে উল্লেখ করেছেন।  বিরোধীরা (জয়প্রকাশ নারায়ণ) ভোটে না জিতেও সংসদ বহির্ভূত আন্দোলনের মধ্য দিয়ে ক্ষমতা দখলের চেষ্টা ,  আরএসএস ও জনসংঘের মতো সংগঠনের ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র। ইন্দিরা গান্ধী মনে করতেন, ১৯৭৩ সালে চিলির প্রেসিডেন্ট সালভাদোর আলেন্দেকে হত্যা করা হয়েছিল তাঁকেও সেভাবেই মেরে ফেলতে চায়। আমে...

🔰 ব্যক্তি অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 বিষয় অনুযায়ী তথ্য খুঁজুন :🔍

আরও দেখান

তথ্য তালাশ : অনলাইন সংকলন

আলী হোসেন, লেখক,
তথ্য তালাশ
সুপ্রিয় পাঠক,

তথ্য তালাশ-এর অনলাইন সংকলনে আপনাকে স্বাগত। 

প্রতিদিন, প্রতি নিয়ত বিশ্বজুড়ে ঘটে চলেছে নানান ঘটনা। কিছু বিখ্যাত, কিছু অখ্যাত, আবার কিছু কুখ্যাতও। এই সব হরেক ঘটনার মধ্যে থাকে এমন কিছু ঘটনা, যা মানুষ মনে রাখতে চায়, চায় স্মরণ করতে।

তথ্য তালাশ সেই লক্ষ্য নিয়েই তৈরি। যেহেতু এটি ডিজিটাল ফরম্যাটে তৈরি, তাই যখনই প্রয়োজন পড়বে, আপনার হাতের মোবাইলে হাত রাখলেই আলাদীনের আশ্চর্য প্রদীপের মত সামনে হাজির হবে তথ্য তালাশ

আপনি কি পড়তে চান এই সংকলনটি! ক্লিক করুন এখানে