মালালা ইউসুফ জাইয়ের জন্মদিন
মালালা ইউসুফ জাইয়ের জন্মদিন : Malala Yousafzai's Birthday ১৯৯৭ সালের ১২ জুলাই। মালালা ইউসুফজ চাই জন্মগ্রহণ করেন পাকিস্তানে। মাত্র ১৭ বছর বয়সে তিনি নোবেল শান্তি পুরস্কার পান। ‘ হি নেমড মি মালালা ’ হল তাঁর জীবন নিয়ে তৈরি হওয়া তথ্যচিত্র। মালালা ইউসুফজাই (জন্ম: ১২ জুলাই, ১৯৯৭) একজন পাকিস্তানি নারী শিক্ষা আন্দোলনকর্মী , চলচ্চিত্র এবং টেলিভিশন প্রযোজক , এবং শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী। তিনি ইতিহাসে সর্বকনিষ্ঠ নোবেল পুরস্কার বিজয়ী। প্রাথমিক জীবন : মালালা পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত উপত্যকার মিনগোরায় জন্মগ্রহণ করেন। তিনি তার বাবা জিয়াউদ্দিন ইউসুফজাই (একজন শিক্ষা aktivist)-এর অনুপ্রেরণায় নারীশিক্ষার পক্ষে সোচ্চার হন। ২০০৭ সালে মাওলানা ফজলুল্লাহর নেতৃত্বে পাকিস্তানি তালেবানের একটি শাখা সোয়াত উপত্যকা দখল করে এবং মেয়েদের লেখাপড়া নিষিদ্ধ করে। শিক্ষা আন্দোলন : এই পরিস্থিতিতে মালালা মাত্র ১১ বছর বয়স থেকে বিবিসিতে ‘ গুল মাকাই ’ ছদ্মনামে ব্লগ লেখা শুরু করেন, যেখানে তিনি তালেবানদের অত্যাচারের মুখে মেয়েদের শিক্ষার অধিকারের কথা তুলে ধরেন। তাঁর লেখালেখি ব...