পোস্টগুলি

বিরসা মুন্ডা লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

বিরসা মুন্ডার মৃত্যুদিন

ছবি
বিরসা মুন্ডার মৃত্যুদিন বিরসা মুন্ডার মৃত্যুদিন, ৯ জুন Birsa Munda's Death Anniversary ১৯০০ সালের ৯ই জুন। বিরসা মুন্ডা রাঁচি সেন্ট্রাল জেলে মাত্র ২৫ বছর বয়সে মারা যান। তাঁর নেতৃত্বে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে মুন্ডা বিদ্রোহ সংঘটিত হয়েছিল। বিচারে তাঁর ফাঁসির সাজা হয়। তাঁর আগেই জেলের মধ্যেই তাঁর মৃত্যু হয়। ব্রিটিশরা দাবি করে, তাঁর কলেরা হয়েছিল। সংক্ষিপ্ত জীবনী ও সংগ্রাম: জন্ম : ১৫ নভেম্বর, ১৮৭৫ (ঝাড়খণ্ডের উলিহাতু গ্রামে)। আন্দোলন : বিরসা মুন্ডা (Birsa Munda) ছিলেন ভারতের আদিবাসী স্বাধীনতা সংগ্রামের এক কিংবদন্তি নেতা ও জনজাতীয় বীর । তিনি ‘ ধরতি আবা ’ (পৃথিবীর পিতা) নামে পরিচিত। ব্রিটিশ শাসন ও জমিদার-মহাজনদের শোষণ ও অত্যাচারে ক্ষুব্ধ হয়ে আদিবাসী মুন্ডাদের সংগঠিত করে ‘ উলগুলান ’ নামে এক ঐতিহাসিক বিদ্রোহের সূচনা করেন। আন্দোলনের মূল লক্ষ্য : আদিবাসীদের জমির অধিকার ও স্বায়ত্তশাসন। বস্তুত, এই বিদ্রোহের মূল লক্ষ্য ছিল আদিবাসীদের জল, জঙ্গল ও জমির অধিকার রক্ষা করা এবং ব্রিটিশ শোষণের অবসান ঘটানো। মৃত্যুর কারণ: ব্রিটিশরা তাঁকে গ্রেফতার করে। ৯ জুন, ১৯০০ (মাত্র ২৫ বছর বয়সে রাঁচি জেলে) কা...

🔰 ব্যক্তি অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 বিষয় অনুযায়ী তথ্য খুঁজুন :🔍

আরও দেখান

তথ্য তালাশ : অনলাইন সংকলন

আলী হোসেন, লেখক,
তথ্য তালাশ
সুপ্রিয় পাঠক,

তথ্য তালাশ-এর অনলাইন সংকলনে আপনাকে স্বাগত। 

প্রতিদিন, প্রতি নিয়ত বিশ্বজুড়ে ঘটে চলেছে নানান ঘটনা। কিছু বিখ্যাত, কিছু অখ্যাত, আবার কিছু কুখ্যাতও। এই সব হরেক ঘটনার মধ্যে থাকে এমন কিছু ঘটনা, যা মানুষ মনে রাখতে চায়, চায় স্মরণ করতে।

তথ্য তালাশ সেই লক্ষ্য নিয়েই তৈরি। যেহেতু এটি ডিজিটাল ফরম্যাটে তৈরি, তাই যখনই প্রয়োজন পড়বে, আপনার হাতের মোবাইলে হাত রাখলেই আলাদীনের আশ্চর্য প্রদীপের মত সামনে হাজির হবে তথ্য তালাশ

আপনি কি পড়তে চান এই সংকলনটি! ক্লিক করুন এখানে