পোস্টগুলি

ওয়াজেদ আলী লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

এস ওয়াজেদ আলীর প্রয়াণ দিবস

এস ওয়াজেদ আলীর প্রয়াণ দিবস S. Wazed Ali's Death Anniversary ১৯৫১ সালের ১০ জুন। বিশিষ্ট বাঙালি সাহিত্যিক এস ওয়াজেদ আলির প্রয়াণ দিবস। ‘ প্রাচ্য ও প্রতীচ্য ’, ‘ মনের মানুষ ’, ‘ মুসলিম সংস্কৃতি ও সাহিত্য ’, ‘ গুলদস্তা ’, ‘ বাংলার রূপ’ ইত্যাদি তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম। তিনি উর্দু ও বাংলা উভয় ভাষায় সাহিত্য রচনা করতেন। সৈয়দ ওয়াজেদ আলী ছিলেন একজন প্রখ্যাত বাঙালি সাহিত্যিক , প্রবন্ধকার এবং চিন্তাবিদ । মূলত প্রগতিশীল চিন্তা ভাবনা, মানবতাবাদী দৃষ্টিভঙ্গি এবং সহজ-সরল অথচ গভীর জীবনবোধ সম্পন্ন লেখার জন্য তিনি পরিচিত ছিলেন। সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে এবং নারী শিক্ষার প্রচারে তিনি অগ্রণী ভূমিকা রাখেন। তাঁর সাহিত্যকর্ম ও চিন্তাধারা আজও প্রাসঙ্গিক।  জন্ম ও প্রাথমিক জীবন: ১৮৯০ সালে ৪ সেপ্টেম্বর অবিভক্ত বাংলার (বর্তমানে পশ্চিমবঙ্গ, ভারত) হুগলী জেলার শ্রীরামপুর মহকুমার বড় তাজপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পরিবার ছিল সাহিত্য ও সংস্কৃতিমনস্ক। শিক্ষাজীবন : ১৮৯৫ সালে বড় তাজপুর গ্রামের পাঠশালায় ওয়াজেদ আলীর শিক্ষাজীবন শুরু হয়। পরে তিনি শিলং মোখার হাইস্কুলে ভর্তি হন এবং ১৯০৬ সাল...

🔰 ব্যক্তি অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 বিষয় অনুযায়ী তথ্য খুঁজুন :🔍

আরও দেখান

তথ্য তালাশ : অনলাইন সংকলন

আলী হোসেন, লেখক,
তথ্য তালাশ
সুপ্রিয় পাঠক,

তথ্য তালাশ-এর অনলাইন সংকলনে আপনাকে স্বাগত। 

প্রতিদিন, প্রতি নিয়ত বিশ্বজুড়ে ঘটে চলেছে নানান ঘটনা। কিছু বিখ্যাত, কিছু অখ্যাত, আবার কিছু কুখ্যাতও। এই সব হরেক ঘটনার মধ্যে থাকে এমন কিছু ঘটনা, যা মানুষ মনে রাখতে চায়, চায় স্মরণ করতে।

তথ্য তালাশ সেই লক্ষ্য নিয়েই তৈরি। যেহেতু এটি ডিজিটাল ফরম্যাটে তৈরি, তাই যখনই প্রয়োজন পড়বে, আপনার হাতের মোবাইলে হাত রাখলেই আলাদীনের আশ্চর্য প্রদীপের মত সামনে হাজির হবে তথ্য তালাশ

আপনি কি পড়তে চান এই সংকলনটি! ক্লিক করুন এখানে