পোস্টগুলি

১৭৫৭ লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

বিখ্যাত : তথ্য। তারিখ। মাস। বছর। বিষয়। ব্যক্তি খুঁজুন :

সিরাজউদ্দৌলার মৃত্যু দিন

সিরাজউদ্দৌলার মৃত্যু দিন ১৭৫৭ সালের ২ জুলাই। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করা হয়। এই দিনই প্রকৃত অর্থে বাংলার স্বাধীন নবাবী শাসনের অবসান ঘটে। পরবর্তীকালে যারা নবাব হয়েছিলেন তারা আসলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির পুতুল শাসক। ১৭৭২ সালে তা পুরোপুরি ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে চলে যায়।

রবার্ট ক্লাইভ পলাশির অভিমুখে যুদ্ধ অভিযান শুরু

রবার্ট ক্লাইভ পলাশির অভিমুখে যুদ্ধ অভিযান শুরু Robert Clive begins the campaign towards Plassey. ১৭৫৭ সালের ১৩ জুন। রবার্ট ক্লাইভ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে মুর্শিদাবাদ অভিমুখে যুদ্ধ অভিযান শুরু করেন।

🔰 তারিখ অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 মাস অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

🔰 বছর অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 ব্যক্তি অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 বিষয় অনুযায়ী তথ্য খুঁজুন :🔍

আরও দেখান

তথ্য তালাশ : অনলাইন সংকলন

আলী হোসেন, লেখক,
তথ্য তালাশ
সুপ্রিয় পাঠক,

তথ্য তালাশ-এর অনলাইন সংকলনে আপনাকে স্বাগত। 

প্রতিদিন, প্রতি নিয়ত বিশ্বজুড়ে ঘটে চলেছে নানান ঘটনা। কিছু বিখ্যাত, কিছু অখ্যাত, আবার কিছু কুখ্যাতও। এই সব হরেক ঘটনার মধ্যে থাকে এমন কিছু ঘটনা, যা মানুষ মনে রাখতে চায়, চায় স্মরণ করতে।

তথ্য তালাশ সেই লক্ষ্য নিয়েই তৈরি। যেহেতু এটি ডিজিটাল ফরম্যাটে তৈরি, তাই যখনই প্রয়োজন পড়বে, আপনার হাতের মোবাইলে হাত রাখলেই আলাদীনের আশ্চর্য প্রদীপের মত সামনে হাজির হবে তথ্য তালাশ

আপনি কি পড়তে চান এই সংকলনটি! ক্লিক করুন এখানে