পোস্টগুলি

হিরোশিমা লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

হিরোশিমায় পারমাণবিক বোমা বিস্ফোরণ

হিরোশিমায় পারমাণবিক বোমা বিস্ফোরণ : Atomic bomb explosion in Hiroshima ১৯৪৫ সালের ৬ আগস্ট । জাপানের হিরোশিমা শহরে পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটানো হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে আমেরিকা যুক্তরাষ্ট্র জাপানের উপর এই বোমা বিস্ফোরণ ঘটায়। জাপানের স্থানীয় সময় সকাল ৮:১৫ মিনিটে পারমাণবিক বোমা ‘ লিটল বয় ’ নিক্ষেপ করা হয়। এই ঘটনায় এক লক্ষেরও বেশি মানুষ নিহত হন। 

🔰 ব্যক্তি অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 বিষয় অনুযায়ী তথ্য খুঁজুন :🔍

আরও দেখান

তথ্য তালাশ : অনলাইন সংকলন

আলী হোসেন, লেখক,
তথ্য তালাশ
সুপ্রিয় পাঠক,

তথ্য তালাশ-এর অনলাইন সংকলনে আপনাকে স্বাগত। 

প্রতিদিন, প্রতি নিয়ত বিশ্বজুড়ে ঘটে চলেছে নানান ঘটনা। কিছু বিখ্যাত, কিছু অখ্যাত, আবার কিছু কুখ্যাতও। এই সব হরেক ঘটনার মধ্যে থাকে এমন কিছু ঘটনা, যা মানুষ মনে রাখতে চায়, চায় স্মরণ করতে।

তথ্য তালাশ সেই লক্ষ্য নিয়েই তৈরি। যেহেতু এটি ডিজিটাল ফরম্যাটে তৈরি, তাই যখনই প্রয়োজন পড়বে, আপনার হাতের মোবাইলে হাত রাখলেই আলাদীনের আশ্চর্য প্রদীপের মত সামনে হাজির হবে তথ্য তালাশ

আপনি কি পড়তে চান এই সংকলনটি! ক্লিক করুন এখানে