সোনু নিগমের জন্মদিন
সোনু নিগমের জন্মদিন Sonu Nigam's birthday ১৯৭৩ সালের ৩০ জুলাই। সনু নিগমের জন্মদিন। তাঁর জন্ম হয় হরিয়ানার ফরিদাবাদ শহরে। হিন্দি, কন্নড়, বাংলা, তামিল, তেলেগু সহ নানা ভাষায় তিনি গান গেয়ে খ্যাতি অর্জন করেছেন। ২০২২ সালে পেয়েছেন পদ্মশ্রী পুরস্কার। ভারতীয় সঙ্গীত জগতে তিনি অন্যতম বহুমুখী এবং সফল গায়কদের একজন হিসেবে পরিচিতি পেয়েছেন। প্রাথমিক জীবন : সোনু নিগমের বাবার নাম আগম কুমার নিগম। হরিয়ানায় গায়ক হিসেবে তাঁর বিশেষ পরিচিতি ছিল। মাত্র চার বছর বয়স থেকেই সোনু নিগম বাবার সাথে মঞ্চে গান গাওয়া শুরু করেন। ছোটবেলায় তিনি মোহাম্মদ রফির গান গেয়ে বিশেষ পরিচিতি লাভ করেন। সঙ্গীত জগতে প্রবেশ: ১৮ বছর বয়সে তিনি তাঁর বাবার সাথে মুম্বাই চলে আসেন এবং সঙ্গীত জগতে তাঁর পেশাদার জীবন শুরু করেন। সেখানে তিনি ওস্তাদ গুলাম মোস্তফা খানের কাছে হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতে প্রশিক্ষণ নেন। কর্মজীবন: ১) প্লেব্যাক গায়ক হিসেবে উত্থান: টি-সিরিজের গুলশান কুমার তাঁকে প্রথম সুযোগ দেন। 'বেওয়াফা সানাম' (১৯৯৫) ছবির 'আচ্ছা সিলা দিয়া তুনে' গানটি তাঁর কর্মজীবনের টার্নিং পয়েন্ট ছিল। এরপর থেকে...