পোস্টগুলি

১০ তারিখ লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

বিখ্যাত : তথ্য। তারিখ। মাস। বছর। বিষয়। ব্যক্তি খুঁজুন :

বিপ্লবী বাঘা যতীনের প্রয়াণ দিবস

বিপ্লবী বাঘা যতীনের প্রয়াণ দিবস : ১৯১৫ সালের ১০ সেপ্টেম্বর। বিপ্লবী বাঘাযতীন প্রয়াত হন। তৎকালীন উড়িষ্যার বালেশ্বর এ ব্রিটিশ বাহিনীর সঙ্গে যুদ্ধে তিনি গুরুতর আহত হন। এবং ১০ ই সেপ্টেম্বর তার মৃত্যু হয়। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল মাত্র 35 বছর। বাঘা যতীনের প্রকৃত নাম যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়।

অভিনেত্রী রেখার জন্মদিন

অভিনেত্রী রেখার জন্মদিন : Actress Rekha's Birthday ১৯৫৪ সালের ১০ অক্টোবর। চলচ্চিত্র অভিনেত্রী রেখার জন্মদিন। তিনি হিন্দি চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেত্রী। তাঁর আসল নাম ভানুরেখা গনণেশন । প্রায় ১৮০ টিরও বেশি সিনেমায় তিনি অভিনয় করেছেন। ২০১০ সালে ভারত সরকার তাঁকে ‘ পদ্মশ্রী ’ সম্মানে ভূষিত করেন।

জগজিৎ সিং এর প্রয়াণ দিবস

জগজিৎ সিং-এর প্রয়াণ দিবস : Jagjit Singh’s Death Anniversary ২০১১ সালের ১০ অক্টোবর। গজল গায়ক জগজিৎ সিং-এর প্রয়াণ দিবস। ২০১১ সালের আজকের দিনে তিনি ৭০ বছর বয়সে মারা যান। ২০০৩ সালে তিনি পদ্মভূষণ সম্মান পান। পাঞ্জাবি হিন্দি উর্দু ইত্যাদি নানা ভাষায় তিনি গান গেয়েছেন।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরের যাত্রা শুরু

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরের যাত্রা শুরু : Global Sumud Flotilla begins its journey ২০২৫ সালের ১০ সেপ্টেম্বর। ‘ গ্লোবাল সুমুদ ফ্লোটিলা ’ নামের অসামরিক নৌবহর রওনা হয় গাজার উদ্দেশ্যে। উদ্দেশ্য ত্রাণ সরবরাহ বন্ধ থাকা প্যালেস্টাইনে ত্রাণ পৌঁছে দেওয়া। নৌবহরটি যাত্রা শুরু করে তিউনিসিয়ার ‘ সিদি বউ সাঈদ পোর্ট’ থেকে। নৌবহরটি এই পোর্টে বাঁধা থাকার সময় দুবার আক্রান্ত হয়েছে। এই যাত্রার সময় বন্দরে উপস্থিত ছিলেন বহু মানুষ। প্যালেস্টাইনের প্রতি সংগতি ও সমর্থন জানাতেই তারা হাজির হয়েছিলেন এই বন্দরে। ‘ গ্লোবাল সুমুদ ফ্লোটিলা ’ নামের গাজাগামী নৌবহরটি স্পেন থেকে যাত্রা শুরু করেছে এবং তিউনিসিয়ার ‘সিদি বু সাইদ বন্দর’ থেকেও যাত্রা শুরু করার কথা ছিল, যেখানে এটি একটি ড্রোন হামলার শিকার হয়। এই বহরটি ফিলিস্তিনপন্থী কর্মী ও ত্রাণসামগ্রী নিয়ে গাজার অবরোধ ভাঙার উদ্দেশ্যে যাত্রা করে। যাত্রা এবং হামলা স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে এই নৌবহর। এর উদ্দেশ্য হলো গাজার অবরোধ ভাঙা এবং ত্রাণ পৌঁছানো। উনিসিয়ার ‘ সিদি বু সাইদ বন্দর’ থেকে যাত্রা শুরুর কথা থাকলেও, এটি একটি ড্রোন হামলার শিকার হয়। হামলার ...

সুকুমার রায়ের প্রয়াণ দিবস

সুকুমার রায়ের প্রয়াণ দিবস : ১৯২৩ সালের ১০ সেপ্টেম্বর। সুকুমার রায়ের প্রয়াণ দিবস। ১৯২৩ সালের আজকের দিনে তিনি মাত্র 35 বছর বয়সে প্রয়াত হন। বাংলায় ননসেন্স সাহিত্য তার হাতে পরিপূর্ণ রুপ নেয়। আবোল তাবোল, হ য ব র ল, পাগলা দাশু, চলচ্চিত্তচঞ্চরী তার বিখ্যাত সৃষ্টিগুলির অন্যতম।

রাজ্যে চালু হল প্রথম এসি লোকাল ট্রেন

ছবি
 রাজ্যে চালু হল প্রথম এসি লোকাল ট্রেন : এসি লোকাল ট্রেনের উদ্বোধন First AC local train launched in West Bengal: ২০২৫ সালের ১০ আগস্ট। রাজ্যে চালু হল প্রথম এসি লোকাল ট্রেন। আজ ১০ অগস্ট AC EMU রেকের উদ্বোধন হল শিয়লদহ স্টেশনে। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। পূর্ব ভারতের মধ্যে বাংলাতেই প্রথম এসি লোকাল চালু হলো। এ প্রসঙ্গে উল্লেখ্য, প্রথম এসি লোকাল ট্রেন চালু হয়েছিল মুম্বইয়ে। তার পরে শুরু হয় চেন্নাইয়ে। পশ্চিমবঙ্গে এই পরিষেবা চালু নিয়ে কথা চলছিল দীর্ঘদিন ধরেই। অবশেষে তা চালু হল। ট্রেন ছাড়ার সময় : পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, এসি লোকালটি সকাল ৮টা ২৯ মিনিটে রানাঘাট ছাড়বে এবং তা শিয়ালদহে পৌঁছবে সকাল ১০টা ১০ মিনিটে। অন্যদিকে, সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে এসি লোকাল শিয়ালদহ থেকে ছেড়ে যাবে এবং তা রানাঘাটে পৌঁছবে রাত ৮টা ৩২ মিনিট নাগাদ।  কোন্ কোন্ স্টেশনে দাঁড়াবে : এদিন পূর্ব রেলের তরফে জানানো হল, ট্রেনটি বিধাননগর, দমদম, সোদপুর, খড়দা, ব্যারাকপুর, নৈহাটি, কাঁচরাপাড়া, কল্যাণী এবং চাকদাতে দাঁড়াবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন ভাড়া : শীতাতপ নিয়ন্ত্রিত এই ট্রেনের সর্বোচ্চ ...

🔰 তারিখ অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 মাস অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

🔰 বছর অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 ব্যক্তি অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 বিষয় অনুযায়ী তথ্য খুঁজুন :🔍

আরও দেখান

তথ্য তালাশ : অনলাইন সংকলন

আলী হোসেন, লেখক,
তথ্য তালাশ
সুপ্রিয় পাঠক,

তথ্য তালাশ-এর অনলাইন সংকলনে আপনাকে স্বাগত। 

প্রতিদিন, প্রতি নিয়ত বিশ্বজুড়ে ঘটে চলেছে নানান ঘটনা। কিছু বিখ্যাত, কিছু অখ্যাত, আবার কিছু কুখ্যাতও। এই সব হরেক ঘটনার মধ্যে থাকে এমন কিছু ঘটনা, যা মানুষ মনে রাখতে চায়, চায় স্মরণ করতে।

তথ্য তালাশ সেই লক্ষ্য নিয়েই তৈরি। যেহেতু এটি ডিজিটাল ফরম্যাটে তৈরি, তাই যখনই প্রয়োজন পড়বে, আপনার হাতের মোবাইলে হাত রাখলেই আলাদীনের আশ্চর্য প্রদীপের মত সামনে হাজির হবে তথ্য তালাশ

আপনি কি পড়তে চান এই সংকলনটি! ক্লিক করুন এখানে