রাজ্যে চালু হল প্রথম এসি লোকাল ট্রেন
রাজ্যে চালু হল প্রথম এসি লোকাল ট্রেন :
![]() |
এসি লোকাল ট্রেনের উদ্বোধন |
First AC local train launched in West Bengal:
২০২৫ সালের ১০ আগস্ট। রাজ্যে চালু হল প্রথম এসি লোকাল ট্রেন। আজ ১০ অগস্ট AC EMU রেকের উদ্বোধন হল শিয়লদহ স্টেশনে। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। পূর্ব ভারতের মধ্যে বাংলাতেই প্রথম এসি লোকাল চালু হলো।এ প্রসঙ্গে উল্লেখ্য, প্রথম এসি লোকাল ট্রেন চালু হয়েছিল মুম্বইয়ে। তার পরে শুরু হয় চেন্নাইয়ে। পশ্চিমবঙ্গে এই পরিষেবা চালু নিয়ে কথা চলছিল দীর্ঘদিন ধরেই। অবশেষে তা চালু হল।
ট্রেন ছাড়ার সময় :
পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, এসি লোকালটি সকাল ৮টা ২৯ মিনিটে রানাঘাট ছাড়বে এবং তা শিয়ালদহে পৌঁছবে সকাল ১০টা ১০ মিনিটে। অন্যদিকে, সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে এসি লোকাল শিয়ালদহ থেকে ছেড়ে যাবে এবং তা রানাঘাটে পৌঁছবে রাত ৮টা ৩২ মিনিট নাগাদ।
কোন্ কোন্ স্টেশনে দাঁড়াবে :
এদিন পূর্ব রেলের তরফে জানানো হল, ট্রেনটি বিধাননগর, দমদম, সোদপুর, খড়দা, ব্যারাকপুর, নৈহাটি, কাঁচরাপাড়া, কল্যাণী এবং চাকদাতে দাঁড়াবে।
সর্বোচ্চ ও সর্বনিম্ন ভাড়া :
শীতাতপ নিয়ন্ত্রিত এই ট্রেনের সর্বোচ্চ ও সর্বনিম্ন ভরা সম্পর্কে পূর্ব রেল কর্তৃপক্ষ জানায়, শিয়ালদহ থেকে দমদম পর্যন্ত এই এসি ট্রেনে যাত্রা করতে খরচ হবে ৩৫ টাকা। ব্যারাকপুর পর্যন্ত ভাড়া ৬০ টাকা, নৈহাটি পর্যন্ত ৯০ টাকা এবং রানাঘাট পর্যন্ত ১২০ টাকা। রেলের নিজস্ব অ্যাপ—UTS থেকেও এই ট্রেনের টিকিট কাটা যাবে।কী কী সুবিধা থাকছে :
এই ট্রেনের আসনক্ষমতা আনুমানিক ১,১১৬। প্রতিটি কোচের ভিতরে থাকছে ৪টি সিসিটিভি ক্যামেরা। সমস্ত কোচই সিসিটিভি ক্যামেরার নজরদারির আওতায় থাকবে বলে জানানো হয়েছে।
এসি লোকাল ট্রেনটির রেকের সংখ্যা ১২টি। এই ১২টি কোচই এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত সংযুক্ত ও সিল করা থাকবে প্রশস্ত ভেস্টিবিউল গ্যাংওয়ের মাধ্যমে। এসি ইএমএইউ কোচগুলির প্রতি দিকে ৪টি করে বিদ্যুৎ চালিত দুই পাল্লার স্বয়ংক্রিয় স্লাইডিং দরজা রয়েছে। রয়েছে কাচের জানালা। বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য সিট সংরক্ষণের ব্যবস্থাও রয়েছে বলে জানান পূর্ব রেল কর্তৃপক্ষ।
এ ছাড়াও থাকছে মহিলা কামরাও। ট্রেনটি যাতে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হয়, সেই দিকেও বিশেষ নজরদারি চালাবে রেল। এ বিষয়ে যাত্রী সচেতনতার উপরে বিশেষ জোর দেওয়া হচ্ছে। পাশাপাশি ট্রেনে টিকিট ফাঁকি দিলেই বিপদে পড়তে হতে পারে। রেল সূত্রে খবর, গোটা ট্রেনেই থাকছেন একাধিক টিকিট পরীক্ষক বা টিটি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন