পোস্টগুলি

আগস্ট ১৭, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

মোনালিসা ছবি চুরি হয়

মোনালিসা ছবি চুরি হয় : The day the Mona Lisa was stolen ১৯১১ সালের ২১ আগস্ট। পৃথিবী বিখ্যাত চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চির আঁকা বিখ্যাত ছবি মোনালিসা চুরি হয়ে যায়। ফ্রান্সের লোভ মিউজিয়াম থেকে ছবিটি চুরি করেন মিউজিয়ামেরই একজন কর্মী। দু'বছর পর 1913 সালে ছবিটি উদ্ধার হয় এবং পুনরায় মিউজিয়ামে রাখার ব্যবস্থা করা হয়।

বিসমিল্লাহ খানের প্রয়াণ দিবস

বিসমিল্লাহ খানের প্রয়াণ দিবস : Bismillah Khan's death Anniversary ২০০৬ সালের ২১ আগস্ট। ভারত বিখ্যাত সানাই বাদক বিসমিল্লাহ খান প্রয়াত হন বেনারসে। সানাই কে তিনি উচ্চাঙ্গ সঙ্গীতের মর্যাদায় অধিষ্ঠিত করেছিলেন। সারা জীবনে ভারতরত্ন সহ অজস্র সম্মান ও পুরস্কার পেয়েছিলেন তিনি।

গোষ্ঠ পালের জন্মদিন

গোষ্ঠ পালের জন্মদিন : The birthday of Goshta Pal ১৮৯৬ সালের ২০ আগস্ট। ফুটবলার গোষ্ঠ পালের জন্মদিন। ১৬ বছর বয়স থেকে তিনি মোহনবাগান দলের ফুটবল খেলোয়াড় হিসেবে খেলোয়ার জীবন শুরু করেন। ১৯২৪ সালে তিনি ভারতের জাতীয় ফুটবল দলের ক্যাপ্টেন নির্বাচিত হন।

রাজীব গান্ধীর জন্মদিন

রাজীব গান্ধীর জন্মদিন : Rajiv Gandhi's Birthday ১৯৪৪ সালের ২০ আগস্ট। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মদিন। তিনি ছিলেন ভারতের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী। ১৯৮৪ সালে তাঁর মা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যুর (দুইজন শিখ দেহরক্ষীর হাতে নিহত হন) পর ৪০ বছর বয়সে প্রধানমন্ত্রী হন। ১৯৮৪ থেকে ১৯৮৯ পর্যন্ত তিনি এই পদে আসীন ছিলেন। মা ইন্দিরা গান্ধীর মত তিনিও শেষ পর্যন্ত সন্ত্রাসবাদি আক্রমণে মৃত্যুবরণ করেন।

ভারতের দ্বিতীয় বৃহত্তম বাঘের বন

ভারতের দ্বিতীয় বৃহত্তম বাঘের বন : ভারতের দ্বিতীয় বৃহত্তম টাইগার রিজার্ভ India's second largest tiger forest India's-second-largest-tiger-forest ২০২৫ সালের ১৯ আগস্ট। ভারতের দ্বিতীয় বৃহত্তম টাইগার রিজার্ভ ফরেস্ট (বাঘের বন) হিসাবে সুন্দরবন স্বীকৃতি লাভ করে। ২০১৪ সালে সুন্দরবন টাইগার রিজার্ভ সম্প্রসারণের প্রথম প্রস্তাবটি জমা দেওয়া হয় রাজ্যের ওয়াইল্ডলাইফ বোর্ডের কাছে। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে এই বোর্ড তাতে সম্মতি জানায়। এর কয়েক মাসের মধ্যেই রাজ্য সরকার এবং ‘ জাতীয় বাঘ সংরক্ষণ কর্তৃপক্ষ’ (এনটিসিএ) এই সম্প্রসারণ কাজের সম্মতি জানায়। বাকি ছিল শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের সম্মতি। কারণ, দেশের যেকোনো সংরক্ষিত অরণ্যের পরিধি পাল্টাতে গেলে ‘ ন্যাশনাল বোর্ড অফ ওয়াইল্ডলাইফ’ -এর ছাড়পত্র প্রয়োজন। ২০২৫ সালের ১৯ আগস্ট মঙ্গলবার (বাংলা ২ ভাদ্র ১৪৩২) নতুন দিল্লিতে ‘ ন্যাশনাল বোর্ড অফ ওয়াইল্ড লাইফ ’ (National Board of World Life) সেই ছাড়পত্র প্রদান করেছে। এই ছাড়পত্রের আগে সুন্দরবনের বাঘের যে বাসভূমি ছিল তার আয়তন ২৫৮৫ বর্গ কিলোমিটার। এই ছাড়পত্রের ফলে তার আয়তন দাঁড়ালো ৩৬২৯ বর্গ ক...

🔰 ব্যক্তি অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 বিষয় অনুযায়ী তথ্য খুঁজুন :🔍

আরও দেখান

তথ্য তালাশ : অনলাইন সংকলন

আলী হোসেন, লেখক,
তথ্য তালাশ
সুপ্রিয় পাঠক,

তথ্য তালাশ-এর অনলাইন সংকলনে আপনাকে স্বাগত। 

প্রতিদিন, প্রতি নিয়ত বিশ্বজুড়ে ঘটে চলেছে নানান ঘটনা। কিছু বিখ্যাত, কিছু অখ্যাত, আবার কিছু কুখ্যাতও। এই সব হরেক ঘটনার মধ্যে থাকে এমন কিছু ঘটনা, যা মানুষ মনে রাখতে চায়, চায় স্মরণ করতে।

তথ্য তালাশ সেই লক্ষ্য নিয়েই তৈরি। যেহেতু এটি ডিজিটাল ফরম্যাটে তৈরি, তাই যখনই প্রয়োজন পড়বে, আপনার হাতের মোবাইলে হাত রাখলেই আলাদীনের আশ্চর্য প্রদীপের মত সামনে হাজির হবে তথ্য তালাশ

আপনি কি পড়তে চান এই সংকলনটি! ক্লিক করুন এখানে