ভারতের দ্বিতীয় বৃহত্তম বাঘের বন : ভারতের দ্বিতীয় বৃহত্তম টাইগার রিজার্ভ India's second largest tiger forest India's-second-largest-tiger-forest ২০২৫ সালের ১৯ আগস্ট। ভারতের দ্বিতীয় বৃহত্তম টাইগার রিজার্ভ ফরেস্ট (বাঘের বন) হিসাবে সুন্দরবন স্বীকৃতি লাভ করে। ২০১৪ সালে সুন্দরবন টাইগার রিজার্ভ সম্প্রসারণের প্রথম প্রস্তাবটি জমা দেওয়া হয় রাজ্যের ওয়াইল্ডলাইফ বোর্ডের কাছে। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে এই বোর্ড তাতে সম্মতি জানায়। এর কয়েক মাসের মধ্যেই রাজ্য সরকার এবং ‘ জাতীয় বাঘ সংরক্ষণ কর্তৃপক্ষ’ (এনটিসিএ) এই সম্প্রসারণ কাজের সম্মতি জানায়। বাকি ছিল শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের সম্মতি। কারণ, দেশের যেকোনো সংরক্ষিত অরণ্যের পরিধি পাল্টাতে গেলে ‘ ন্যাশনাল বোর্ড অফ ওয়াইল্ডলাইফ’ -এর ছাড়পত্র প্রয়োজন। ২০২৫ সালের ১৯ আগস্ট মঙ্গলবার (বাংলা ২ ভাদ্র ১৪৩২) নতুন দিল্লিতে ‘ ন্যাশনাল বোর্ড অফ ওয়াইল্ড লাইফ ’ (National Board of World Life) সেই ছাড়পত্র প্রদান করেছে। এই ছাড়পত্রের আগে সুন্দরবনের বাঘের যে বাসভূমি ছিল তার আয়তন ২৫৮৫ বর্গ কিলোমিটার। এই ছাড়পত্রের ফলে তার আয়তন দাঁড়ালো ৩৬২৯ বর্গ ক...