ভারতের দ্বিতীয় বৃহত্তম বাঘের বন

ভারতের দ্বিতীয় বৃহত্তম বাঘের বন :

ভারতের দ্বিতীয় বৃহত্তম টাইগার রিজার্ভ

India's second largest tiger forest
India's-second-largest-tiger-forest
২০২৫ সালের ১৯ আগস্ট। ভারতের দ্বিতীয় বৃহত্তম টাইগার রিজার্ভ ফরেস্ট (বাঘের বন) হিসাবে সুন্দরবন স্বীকৃতি লাভ করে। ২০১৪ সালে সুন্দরবন টাইগার রিজার্ভ সম্প্রসারণের প্রথম প্রস্তাবটি জমা দেওয়া হয় রাজ্যের ওয়াইল্ডলাইফ বোর্ডের কাছে। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে এই বোর্ড তাতে সম্মতি জানায়। এর কয়েক মাসের মধ্যেই রাজ্য সরকার এবং ‘জাতীয় বাঘ সংরক্ষণ কর্তৃপক্ষ’ (এনটিসিএ) এই সম্প্রসারণ কাজের সম্মতি জানায়। বাকি ছিল শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের সম্মতি। কারণ, দেশের যেকোনো সংরক্ষিত অরণ্যের পরিধি পাল্টাতে গেলে ‘ন্যাশনাল বোর্ড অফ ওয়াইল্ডলাইফ’-এর ছাড়পত্র প্রয়োজন। ২০২৫ সালের ১৯ আগস্ট মঙ্গলবার (বাংলা ২ ভাদ্র ১৪৩২) নতুন দিল্লিতে ‘ন্যাশনাল বোর্ড অফ ওয়াইল্ড লাইফ’ (National Board of World Life) সেই ছাড়পত্র প্রদান করেছে।

এই ছাড়পত্রের আগে সুন্দরবনের বাঘের যে বাসভূমি ছিল তার আয়তন ২৫৮৫ বর্গ কিলোমিটার। এই ছাড়পত্রের ফলে তার আয়তন দাঁড়ালো ৩৬২৯ বর্গ কিলোমিটার। অর্থাৎ মোট বর্ধিত এলাকার পরিমাণ হলো ১০৪৪ বর্গ কিলোমিটার। 

প্রসঙ্গত উল্লেখ্য সারাদেশে সুন্দরবনের থেকে বড় বাঘের জঙ্গল হিসেবে স্বীকৃত বনভূমি হল নাগার্জুন সাগর শ্রীশৈলং টাইগার রিজার্ভ। এই বনভূমির আয়তন হল ৩৭২৭ বর্গ কিলোমিটার।

ন্যাশনাল বোর্ড অফ ওয়াইল্ড লাইফ এর ছাড়পত্রের ফলে নতুন পরিকল্পনা অনুযায়ী সুন্দরবন টাইগার রিজার্ভে (এসটিআর) জুড়তে চলেছে বর্তমানে দক্ষিণ ২৪ পরগনা বনবিভাগের হাতে থাকা তিনটি রেঞ্জ। এরা হল রামগঙ্গা, রায়দিঘী ও মাতলা। নতুন এই বর্ধিত ১০৪৪ বর্গ কিলোমিটার বাফার এরিয়া হিসেবে এসটিআর এ সঙ্গে যুক্ত হবে বলে রাজ্য বনদপ্তর সূত্রে জানানো হয়েছে। মনে রাখা দরকার, এই নতুন তিনটি রেঞ্চে থাকা বাঘেদের সংখ্যা যুক্ত করেই সুন্দরবনের বাঘের মোট সংখ্যা ১০১ টি। 

নতুন সংযুক্ত এই তিনটি রেঞ্জ এতদিন টাইগার রিজার্ভ এলাকার বাইরে থাকার ফলে বনকরমিরা প্রচন্ড ঝুঁকি নিয়ে কাজ করতে বাধ্য হন। এই অঞ্চলের বনকর্মীরা তাদের প্রাপ্য সুযোগ-সুবিধা পেতেন না। বাঘ সংরক্ষণে সাইন্টিফিক ম্যানেজমেন্ট এর তেমন কোনো উন্নতি হয়নি, যেটা এবার সম্ভব হবে বলে দাবি বনকর্তাদের। জানা যাচ্ছে টাইগার রিজার্ভ এলাক এলাকার অন্তর্ভুক্তির ফলে রামগঙ্গা, রায়দিঘী ও মাতলা রেঞ্জের বন কর্মীরা এবার বিশেষ প্রশিক্ষণের আওতায় আসবেন। শুধু তাই নয়, এরফলে বন কর্মীরা বাঘ সংরক্ষণের অত্যাধুনিক প্রযুক্তি ও সরঞ্জামের ব্যবহার শিখবেন। বন্যপ্রাণ সংরক্ষণ আইন সহ টাইগার রিজার্ভ এলাকায় কার্যকর বাকি আইন ও তার ব্যবহার শিখবেন। দেশের বাকি টাইগার রিজার্ভের কর্মীদের মত তারাও ঝুঁকিপূর্ণ কাজের জন্য বিশেষ ভাতা পাবেন। বর্ধিত এলাকার জন্য কেন্দ্রের আর্থিক অনুদানের অনুমোদনও বেশি পাবে সুন্দরবন।সামগ্রিকভাবে এর ফলে লোকালয়ে বাগ আসার ঘটনাও এবার কমবে বলে ধারণা করা যায়। শুধু তাই নয়, এই সম্প্রসারণ এর ফলে স্থানীয় অর্থনীতিও পাল্টে যাবে। কারণ, এই নতুন সংযোজিত এলাকার জন্য সিএসআর (কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি) খাতে অর্থ পেতে পারে এসটিআর। ২০০৬ সালে দেশজুড়ে গঠন হওয়া টাইগার রেজার ফাউন্ডেশনের মাধ্যমে বেসরকারি সাহায্য পেতে পারবে সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্প। যা পর্যটন শিল্পের উন্নয়নের জন্য জরুরী

বর্তমানে এস টি আর এর হাতে রয়েছে চারটি রেঞ্জ —জাতীয় উদ্যান পূর্ব, জাতীয় উদ্যান পশ্চিম, সজনেখালি এবং বসিরহাট। 

মন্তব্যসমূহ

🔰 ব্যক্তি অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 বিষয় অনুযায়ী তথ্য খুঁজুন :🔍

আরও দেখান

🔰 তথ্য তালাশ : জনপ্রিয় ব্যক্তি ও বিষয়গুলো দেখুন:

উসেইন বোল্ট, ১০০ মিটার দৌড়ে রেকর্ড

আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মদিন

শুভাংশু শুক্লার মহাকাশ পাড়ি

ভারতের জাতীয় প্রতীকের নকশাকার

প্রথম ক্রিকেট বিশ্বকাপ

মার্টিন লুথার কিং জুনিয়ার-এর জন্মদিন

জ্যোতি বসুর মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম শপথ গ্রহণ

আন্তর্জাতিক সাইকেল দিবস

বিরসা মুন্ডার মৃত্যুদিন

মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা শিবাজীর রাজ্যভিষেক

তথ্য তালাশ : অনলাইন সংকলন

আলী হোসেন, লেখক,
তথ্য তালাশ
সুপ্রিয় পাঠক,

তথ্য তালাশ-এর অনলাইন সংকলনে আপনাকে স্বাগত। 

প্রতিদিন, প্রতি নিয়ত বিশ্বজুড়ে ঘটে চলেছে নানান ঘটনা। কিছু বিখ্যাত, কিছু অখ্যাত, আবার কিছু কুখ্যাতও। এই সব হরেক ঘটনার মধ্যে থাকে এমন কিছু ঘটনা, যা মানুষ মনে রাখতে চায়, চায় স্মরণ করতে।

তথ্য তালাশ সেই লক্ষ্য নিয়েই তৈরি। যেহেতু এটি ডিজিটাল ফরম্যাটে তৈরি, তাই যখনই প্রয়োজন পড়বে, আপনার হাতের মোবাইলে হাত রাখলেই আলাদীনের আশ্চর্য প্রদীপের মত সামনে হাজির হবে তথ্য তালাশ

আপনি কি পড়তে চান এই সংকলনটি! ক্লিক করুন এখানে