পোস্টগুলি

ক্রেডিট স্কোর লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

বিখ্যাত : তথ্য। তারিখ। মাস। বছর। বিষয়। ব্যক্তি খুঁজুন :

ক্রেডিট স্কোর কী?

ক্রেডিট স্কোর কী? What is a credit score? এক কথায়, আপনার ঋণ পরিশোধের ক্ষমতা সূচিত করে যে ক্রেডিট রিপোর্ট তাকে ক্রেডিট স্কোর বলে। আপনার ঋণ পাওয়ার যোগ্যতা যাচাই করতে আপনার ঋণ পরিষদের ইতিহাস বিশ্লেষণ করে এই স্কোর তৈরি হয়। আর ক্রেডিট রিপোর্ট হল, ঋণ গ্রহীতার ঋণ পরিশোধের ইতিহাসের রেকর্ড যা ব্যাংক, আর্থিক সংস্থা, ক্রেডিট কার্ড কোম্পানি সহ নানা উৎস থেকে সংগ্রহ করা হয়।  সুতরাং ক্রেডিট স্কোর হল এমন একটি গাণিতিক অ্যালগোরি দামের ফসল যা ঋণ সংক্রান্ত তথ্যের উপর প্রয়োগ করে ঋণ গ্রহীতার ঋণগ্রহণের যোগ্যতার পূর্বাভাস দেয়। যখন আপনি ঋণ নিতে যাবেন, তখন যে ঋণ দেবে, সে যাচাই করে নিতে চাইবে আপনার ঋণ পরিশোধ করার ক্ষমতা কতটা। আর আপনি ঋণ পাওয়ার যোগ্য কিনা সেটা বুঝতে পারা যাবে এই ক্রেডিট স্কোর-এর মাধ্যমে।  ভারতের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার লাইসেন্স প্রাপ্ত বেশ কয়েকটি ক্রেডিট স্কোর সংক্রান্ত সংস্থা রয়েছে। এদের মধ্যে ক্রেডিট ইনফরমেশন ব্যুরো ইন্ডিয়া লিমিটেড (সিবিল) একটি উল্লেখযোগ্য সংস্থা। ২০০১ সালের জানুয়ারি মাস থেকে এই ক্রেডিট সংস্থা কাজ করতে শুরু করে। এই সংস্থার দেয়া ক্রেডিট স্কোর ‘ সিবিল...

🔰 তারিখ অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 মাস অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

🔰 বছর অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 ব্যক্তি অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 বিষয় অনুযায়ী তথ্য খুঁজুন :🔍

আরও দেখান

তথ্য তালাশ : অনলাইন সংকলন

আলী হোসেন, লেখক,
তথ্য তালাশ
সুপ্রিয় পাঠক,

তথ্য তালাশ-এর অনলাইন সংকলনে আপনাকে স্বাগত। 

প্রতিদিন, প্রতি নিয়ত বিশ্বজুড়ে ঘটে চলেছে নানান ঘটনা। কিছু বিখ্যাত, কিছু অখ্যাত, আবার কিছু কুখ্যাতও। এই সব হরেক ঘটনার মধ্যে থাকে এমন কিছু ঘটনা, যা মানুষ মনে রাখতে চায়, চায় স্মরণ করতে।

তথ্য তালাশ সেই লক্ষ্য নিয়েই তৈরি। যেহেতু এটি ডিজিটাল ফরম্যাটে তৈরি, তাই যখনই প্রয়োজন পড়বে, আপনার হাতের মোবাইলে হাত রাখলেই আলাদীনের আশ্চর্য প্রদীপের মত সামনে হাজির হবে তথ্য তালাশ

আপনি কি পড়তে চান এই সংকলনটি! ক্লিক করুন এখানে