পোস্টগুলি

১৯৮১ লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

মহেন্দ্র সিং ধোনির জন্মদিন

মহেন্দ্র সিং ধোনির জন্মদিন Mahendra Singh Dhoni's Birthday ১৯৮১ সালের  ৭ জুন । ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি র জন্মদিন। ১৯৮১ সালের আজকের দিনে তিনি রাঁচি শহরে জন্মগ্রহণ করেন। তাঁর অধিনায়কত্বে ভারতীয় দল ২০১১ সালে ‘ বিশ্বকাপ ’ জয় করে। এছাড়া ২০০৭ সালে ‘ টি-টোয়েন্টি বিশ্বকাপ ’, ২০১৩ সালে ‘ চ্যাম্পিয়নস ট্রফি ’ এবং তিনবার ‘ এশিয়া কাপ ’ জয়লাভ করে।

ডাঃ সুভাষ মুখোপাধ্যায়ের আত্মহত্যা

ডাঃ সুভাষ মুখোপাধ্যায়ের আত্মহত্যা Dr. Subhash Mukherjee's suicide ১৯৮১ সালের ১৯শে জুন। বিখ্যাত চিকিৎসক সুভাষ মুখোপাধ্যায় আত্মহত্যা করেন। তিনি ভারতে প্রথম এবং পৃথিবীতে দ্বিতীয় ব্যক্তি, যিনি টেস্ট টিউবের মাধ্যমে শিশুর জন্ম দেন। তপন সিংহের ‘ এক ডক্টর  কি মওত ’ সিনেমাটি তাকে নিয়েই তৈরি।

🔰 ব্যক্তি অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 বিষয় অনুযায়ী তথ্য খুঁজুন :🔍

আরও দেখান

তথ্য তালাশ : অনলাইন সংকলন

আলী হোসেন, লেখক,
তথ্য তালাশ
সুপ্রিয় পাঠক,

তথ্য তালাশ-এর অনলাইন সংকলনে আপনাকে স্বাগত। 

প্রতিদিন, প্রতি নিয়ত বিশ্বজুড়ে ঘটে চলেছে নানান ঘটনা। কিছু বিখ্যাত, কিছু অখ্যাত, আবার কিছু কুখ্যাতও। এই সব হরেক ঘটনার মধ্যে থাকে এমন কিছু ঘটনা, যা মানুষ মনে রাখতে চায়, চায় স্মরণ করতে।

তথ্য তালাশ সেই লক্ষ্য নিয়েই তৈরি। যেহেতু এটি ডিজিটাল ফরম্যাটে তৈরি, তাই যখনই প্রয়োজন পড়বে, আপনার হাতের মোবাইলে হাত রাখলেই আলাদীনের আশ্চর্য প্রদীপের মত সামনে হাজির হবে তথ্য তালাশ

আপনি কি পড়তে চান এই সংকলনটি! ক্লিক করুন এখানে