কালী বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণ দিবস

কালী বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণ দিবস। কালী বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণ দিবস Kali Banerjee's death anniversary ১৯৯৩ সালের ৫ জুলাই। অভিনেতা কালী বন্দ্যোপাধ্যায় প্রয়াত হন। তিনি ৭১ বছর বয়সে আজকের দিনে লখনৌ শহরে মৃত্যু বরণ করেন। তাঁর অভিনীত জনপ্রিয় চলচ্চিত্রগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল ‘ নীল আকাশের নিচে ’, ‘ অযান্ত্রিক ’, ‘ বাড়ি থেকে পালিয়ে ’, ‘ নাগরিক ’ ইত্যাদি। জন্ম: ১৯২০ সালের ২০ নভেম্বর, কলকাতার কালীঘাটে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা মণীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় একজন আইনজীবী ছিলেন। এগারো জন ভাইবোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয় । তাঁর পরিবারের আদি নিবাস পূর্ববঙ্গের ঢাকা , বিক্রমপুর । তাঁর বয়স যখন দশ , তাঁর বাবা লেক মার্কেট অঞ্চলে রাজা সীতারাম রোডে একটি বাড়ি তৈরি করে থাকতে শুরু করেন। ঠাকুরদা পুলিশে চাকরি করতেন। বাবা মণীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ছিলেন আইনজীবী , রাশভারী রক্ষণশীল মানুষ। মা ভবানীদেবী। কালী বন্দ্যোপাধ্যায়ের শিক্ষাজীবন : বিদ্যালয় জীবন: লন্ডন মিশনারিতে প্রাথমিক এবং সত্যভামা ইনস্টিটিউশন থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেন। তিনি ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি খুব আগ্রহী ছিলেন। ফুটব...