অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীর জন্মদিন
অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীর জন্মদিন : Actress Mahua Roychowdhury's birthday ১৯৫৮ সালের ২৪ সেপ্টেম্বর। অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীর জন্মদিন । ১৯৫৮ সালের আজকের দিনে তিনি কলকাতায় জন্মগ্রহণ করেন। তাঁর আসল নাম ছিল শিপ্রা রায় চৌধুরী । ‘ শ্রীমান পৃথ্বীরাজ ’, ‘ দাদার কীর্তি ’, ‘ আদমি অর অওরাত ’ ইত্যাদি ছিল তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র। সালে মহুয়া রায়চৌধুরী প্রয়াত হন।