ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম-এর প্রচলন
ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম-এর প্রচলন শুরু হয় : Introduction of Indian Standard Time ১৯৪৭ সালের ১ সেপ্টেম্বর। ভারত সরকার প্রচলন করে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম বা আইএসটি। বাংলায় বলা হয় ভারতীয় প্রমাণ সময়। এই সময় গণনা শুরু হয় গ্রিনিস মেন টাইম থেকে পাঁচ ঘন্টা তিরিশ মিনিট আগে। ভারতের প্রমাণ সময় ধরা হয় ৮২ ডিগ্রি ৩০ মিনিট পূর্ব দ্রাঘিমা ওপর ভিত্তি করে। এই দ্রাঘিমা রেখাটি লন্ডনের গ্রিনিসমান মন্দির থেকে পূর্ব দিকে অবস্থিত, যা ভারতের এলাহাবাদ শহরের উপর দিয়ে বিস্তারিত।