পলাশীর যুদ্ধ শুরু
পলাশীর যুদ্ধ শুরু The Battle of Plassey begins. ১৯৫৭ সালের ২৩ শে জুন। অবিভক্ত বাংলার (বাংলা, বিহার ও উড়িষ্যা) নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে যুদ্ধ শুরু হয়। যুদ্ধটি শুরু হয়েছিল নদিয়া জেলার পলাশী নামক স্থানের একটি বৃহৎ আমবাগানে। এই যুদ্ধ ভারতের ইতিহাসে ‘ পলাশীর যুদ্ধ’ নামে পরিচিত। এই যুদ্ধে নবাবের পরাজয় হয় এবং ভারতে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার পথ সুগম হয়ে ওঠে।