পোস্টগুলি

অভিনেত্রী লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

বিখ্যাত : তথ্য। তারিখ। মাস। বছর। বিষয়। ব্যক্তি খুঁজুন :

অভিনেত্রী রেখার জন্মদিন

অভিনেত্রী রেখার জন্মদিন : Actress Rekha's Birthday ১৯৫৪ সালের ১০ অক্টোবর। চলচ্চিত্র অভিনেত্রী রেখার জন্মদিন। তিনি হিন্দি চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেত্রী। তাঁর আসল নাম ভানুরেখা গনণেশন । প্রায় ১৮০ টিরও বেশি সিনেমায় তিনি অভিনয় করেছেন। ২০১০ সালে ভারত সরকার তাঁকে ‘ পদ্মশ্রী ’ সম্মানে ভূষিত করেন।

অভিনেত্রী ক্যাথরিন জিটা জোন্স-এর জন্মদিন

অভিনেত্রী ক্যাথরিন জিটা জোন্স-এর জন্মদিন : Actress Catherine Zeta Jones's birthday ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর। অভিনেত্রী ক্যাথরিন জিটা জোন্স জন্মগ্রহণ করেন। তাঁর জন্ম হয় ওয়েলসের সোয়ানসি শহরে। তার উল্লেখযোগ্য সিনেমাগুলি হল দ্যা মাস্ক অফ দ্য জোলো, ট্রাফিক, শিকাগো, দ্য টার্মিনাল, ব্রোকেন সিটি ইত্যাদি। 

অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীর জন্মদিন

অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীর জন্মদিন : Actress Mahua Roychowdhury's birthday ১৯৫৮ সালের ২৪ সেপ্টেম্বর। অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীর জন্মদিন । ১৯৫৮ সালের আজকের দিনে তিনি কলকাতায় জন্মগ্রহণ করেন। তাঁর আসল নাম ছিল শিপ্রা রায় চৌধুরী । ‘ শ্রীমান পৃথ্বীরাজ ’, ‘ দাদার কীর্তি ’, ‘ আদমি অর অওরাত ’ ইত্যাদি ছিল তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র। সালে মহুয়া রায়চৌধুরী প্রয়াত হন।

অভিনেত্রী সালমা ভালগারমা হায়েক হিমেনেস-এর জন্মদিন

অভিনেত্রী সালমা ভালগারমা হায়েক হিমেনেস-এর জন্মদিন Actress Salma Balgarma Hayek Jimenez's birthday ১৯৬৬ সালের ২ সেপ্টেম্বর। অভিনেত্রী সালমা ভালগারমা হায়েক হিমেনেস জন্মগ্রহণ করেন। মেক্সিকোয়। তার অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলি হল ‘ফ্রিদা’, ‘ওয়াইল্ড ওয়াইল্ড ওয়েস্ট’, ‘ডেসপেরাডো’ ইত্যাদি।

শ্রীদেবীর জন্মদিন

শ্রীদেবীর জন্মদিন Sridevi's birthday ১৯৬৩ সালের ১৩ আগস্ট। অভিনেত্রী শ্রীদেবীর জন্মদিন। শ্রীদেবীর আসল নাম আম্মা ইয়াঙ্গার আয়াপন। তিনি পাঁচবার ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন। একবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ২০১৩ সালে পান পদ্মশ্রী পুরস্কার।

মেরিলিন মনরোর আত্মহত্যা

মেরিলিন মনরোর আত্মহত্যা : Marilyn Monroe's suicide ১৯৬২ সালের ৫ আগস্ট । আমেরিকার ৩৬ বছর বয়সি অভিনেত্রী মেরিলিন মনরো আত্মহত্যা (?) করেন। এই দিন ভোররাতে তাঁকে তাঁর বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। তদন্তে জানা যায়, ৪০টি বারবিচুরেট পিল সেবন করে, তাঁর আগের সন্ধেয় তাঁর মৃত্যু ঘটে। মেরিলিন মনরো ছিলেন বিংশ শতাব্দীর সবচেয়ে আইকনিক ও প্রভাবশালী মার্কিন অভিনেত্রী, যার জীবন ও মৃত্যু আজও বিশ্বজুড়ে আলোচিত। মেরিলিন মনরো (Marilyn Monroe), আসল নাম নর্মা জিন মর্টেনসন , ছিলেন একজন বিখ্যাত মার্কিন অভিনেত্রী , গায়িকা , এবং মডেল । তিনি ১৯৫০-এর দশকে একজন শীর্ষস্থানীয় ‘ সেক্স সিম্বল ’ এবং পপ সংস্কৃতির আইকন হিসেবে বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেন। প্রারম্ভিক জীবন ও শৈশব : মেরিলিন মনরো ১৯২৬ সালের ১ জুন ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে জন্মগ্রহণ করেন। তাঁর মা, গ্ল্যাডিস পার্ল বেকার , ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতেন। মনরোর শৈশব ছিল কঠিন। তিনি তাঁর শৈশবের বেশিরভাগ সময় অনাথ আশ্রম এবং বিভিন্ন পালক পরিবারের কাছে কাটিয়েছেন। তাঁর মায়ের মানসিক অসুস্থতার কারণে তিনি মেয়েকে সঠিকভাবে লালন-পালন করতে পারেননি।...

🔰 তারিখ অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 মাস অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

🔰 বছর অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 ব্যক্তি অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 বিষয় অনুযায়ী তথ্য খুঁজুন :🔍

আরও দেখান

তথ্য তালাশ : অনলাইন সংকলন

আলী হোসেন, লেখক,
তথ্য তালাশ
সুপ্রিয় পাঠক,

তথ্য তালাশ-এর অনলাইন সংকলনে আপনাকে স্বাগত। 

প্রতিদিন, প্রতি নিয়ত বিশ্বজুড়ে ঘটে চলেছে নানান ঘটনা। কিছু বিখ্যাত, কিছু অখ্যাত, আবার কিছু কুখ্যাতও। এই সব হরেক ঘটনার মধ্যে থাকে এমন কিছু ঘটনা, যা মানুষ মনে রাখতে চায়, চায় স্মরণ করতে।

তথ্য তালাশ সেই লক্ষ্য নিয়েই তৈরি। যেহেতু এটি ডিজিটাল ফরম্যাটে তৈরি, তাই যখনই প্রয়োজন পড়বে, আপনার হাতের মোবাইলে হাত রাখলেই আলাদীনের আশ্চর্য প্রদীপের মত সামনে হাজির হবে তথ্য তালাশ

আপনি কি পড়তে চান এই সংকলনটি! ক্লিক করুন এখানে