আর্নেস্ট হেমিংওয়ের জন্মদিন
আর্নেস্ট হেমিংওয়ের জন্মদিন Ernest Hemingway's Birthday ১৮৯৯ সালের ২১ জুলাই। সাহিত্যিক আর্নেস্ট হামিংওয়ের জন্মদিন। আজকের দিনে আমেরিকা যুক্তরাষ্ট্রে তিনি জন্মগ্রহণ করেন। সাহিত্যে অসামান্য অবদানের জন্য ১৯৫৩ সালে পুলিৎজার পুরস্কারে ভূষিত হন। ১৯৫৪ সালে পান সাহিত্যে নোবেল পুরস্কার। তাঁর বিখ্যাত গ্রন্থের নাম ‘ দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি ’। জন্ম ও প্রাথমিক জীবন পুরো নাম : আর্নেস্ট মিলার হেমিংওয়ে (Ernest Miller Hemingway) জন্ম : ২১ জুলাই, ১৮৯৯ (আজ তাঁর ১২৫তম জন্মদিন!) জন্মস্থান : ইলিনয়ের ওক পার্ক, মার্কিন যুক্তরাষ্ট্র। পারিবারিক ইতিহাস : তাঁর বাবা ছিলেন চিকিৎসক এবং মা সঙ্গীতশিল্পী। শৈশবেই শিকারের প্রতি গভীর আগ্রহ গড়ে ওঠে, যা পরবর্তীতে তার সাহিত্যে ফুটে উঠেছে। সাহিত্যিক জীবন ও বৈশিষ্ট্য : হেমিংওয়ে ‘ আইসবার্গ তত্ত্ব ’-এর জন্য বিখ্যাত—তাঁর গদ্য সরল, সংক্ষিপ্ত, কিন্তু গভীর অর্থবহ। তিনি ‘লস্ট জেনারেশন’ (Lost Generation) সাহিত্য আন্দোলনের প্রধান মুখ ছিলেন, যা প্রথম বিশ্বযুদ্ধ-পরবর্তী হতাশাগ্রস্ত যুবসমাজকে চিত্রিত করে। উল্লেখযোগ্য রচনাবলি : 1. ‘ দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি ’ (১৯৫২)...