পোস্টগুলি

গুরু নানক লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

বিখ্যাত : তথ্য। তারিখ। মাস। বছর। বিষয়। ব্যক্তি খুঁজুন :

গুরু নানকের প্রয়াণ দিবস

গুরু নানকের প্রয়াণ দিবস : Death Anniversary of Guru Nanak ১৫৩৯ সালের ২২ সেপ্টেম্বর। গুরু নানকের প্রয়াণ দিবস । ১৫৩৯ সালের আজকের দিনে শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানক প্রায়ত হন। গুরু নানক মারা যান বয়স ৭০ বছর বয়সে মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত কর্তারপুর অঞ্চলে। বর্তমানে এটি পাকিস্তানে অবস্থিত। শিখ ধর্মের দশম গরুদের মধ্যে তিনি ছিলেন প্রথম গুরু । তাঁর বাণী সম্বলিত গ্রন্থের নাম ‘ গ্রন্থ সাহেব ’। এটাই শিখ ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ।

🔰 তারিখ অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 মাস অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

🔰 বছর অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 ব্যক্তি অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 বিষয় অনুযায়ী তথ্য খুঁজুন :🔍

আরও দেখান

তথ্য তালাশ : অনলাইন সংকলন

আলী হোসেন, লেখক,
তথ্য তালাশ
সুপ্রিয় পাঠক,

তথ্য তালাশ-এর অনলাইন সংকলনে আপনাকে স্বাগত। 

প্রতিদিন, প্রতি নিয়ত বিশ্বজুড়ে ঘটে চলেছে নানান ঘটনা। কিছু বিখ্যাত, কিছু অখ্যাত, আবার কিছু কুখ্যাতও। এই সব হরেক ঘটনার মধ্যে থাকে এমন কিছু ঘটনা, যা মানুষ মনে রাখতে চায়, চায় স্মরণ করতে।

তথ্য তালাশ সেই লক্ষ্য নিয়েই তৈরি। যেহেতু এটি ডিজিটাল ফরম্যাটে তৈরি, তাই যখনই প্রয়োজন পড়বে, আপনার হাতের মোবাইলে হাত রাখলেই আলাদীনের আশ্চর্য প্রদীপের মত সামনে হাজির হবে তথ্য তালাশ

আপনি কি পড়তে চান এই সংকলনটি! ক্লিক করুন এখানে