সৈয়দ মুস্তাফা সিরাজের জন্মদিন
সৈয়দ মুস্তাফা সিরাজের জন্মদিন : ১৯৩০ সালের ১৪ অক্টোবর। কথাসাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজের জন্মদিন। ১৯৩০ সালের আজকের দিনে তিনি মুর্শিদাবাদের কান্দী থানার খোসবাসপুর গ্রামে জন্ম গ্রহণ করেন। ‘ লেটোর ’ জগৎ থেকে যেমন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম উঠে এসেছেছিলেন, তেমনি খোসবাসপুরের ‘ আলকাপে ’র জগত থেকে উঠে এসেছেন সৈয়দ মুস্তাফা সিরাজ । এলাকায় যিনি সিরাজ মাস্টার নামে পরিচিত ছিলেন। আজকের বাংলা কথা-সাহিত্যের ‘নবাব’ সৈয়দ মুস্তাফা সিরাজ। আলকাপের জগৎ থেকেই তিনি জীবনকে গভীরভাবে পর্যবেক্ষণ করেছিলেন যা তাঁর কথাসাহিত্যে প্রতিফলিত হয়েছে। এই পর্যবেক্ষণের প্রতিফলন দেখতে পাই তাঁর বিখ্যাত উপন্যাস ‘মায়ামৃদঙ্গ’ উপন্যাসে। মুর্শিদাবাদের আলকাপের বিখ্যাত উস্তাদ ঝাঁকসুই হলেন এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র। পরে তিনি তাঁর বিখ্যাত উপন্যাস ‘অলীক মানুষ’-এর জন্য বাংলার পাঠক সমাজের কাছে 'অলীক মানুষ' হিসেবে পরিচিত পেয়েছেন। সিরাজের প্রতিটি সৃষ্টিই এক একটি রত্ন। ‘ রানীঘাটের বৃত্তান্ত ’, ‘ হিজল কন্যা ’, ‘ পিঞ্জর সোহাগিনী ’ ইত্যাদি সহ সিরাজের প্রতিটি উপন্যাস আমাদের কথাসাহিত্যের অমর সৃষ্টি। শুধু কথা সাহিত্য ন...