পোস্টগুলি

১৯১৭ লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

বিখ্যাত : তথ্য। তারিখ। মাস। বছর। বিষয়। ব্যক্তি খুঁজুন :

পুলিৎজার পুরস্কার কবে শুরু হয়

পুলিৎজার পুরস্কার কবে শুরু হয় : When did the Pulitzer Prizes begin? ১৯১৭ সালের ৪ঠা জুন। জোসেফ পুলিৎজারের নামানুসারে নিউইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে প্রথম পুলিৎজার পুরস্কার দেয়া শুরু হয়। সাংবাদিকতা ও শিল্পকলার উপরে এই পুরস্কার দেয়া হয়। পুলিৎজার পুরস্কার (Pulitzer Prize) মার্কিন যুক্তরাষ্ট্রে সাংবাদিকতা, সাহিত্য এবং সঙ্গীতের ক্ষেত্রে সর্বোচ্চ সম্মানজনক পুরস্কার হিসেবে বিবেচিত। এটি সাংবাদিকতার ‘ নোবেল ’ হিসেবেও পরিচিত। সংক্ষিপ্ত ইতিহাস: পুলিৎজার পুরস্কারের নামকরণ করা হয়েছে আমেরিকান- হাঙ্গেরিয়ান সংবাদপত্র প্রকাশক জোসেফ পুলিৎজারের নামে। ১৯১১ সালে তাঁর মৃত্যুর সময় তিনি কলাম্বিয়া ইউনিভার্সিটিতে প্রচুর অর্থ রেখে যান। তাঁর এই অর্থের কিছু অংশ দিয়ে ১৯১২ সালে এই বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা স্কুল গঠিত হয়। এরপর ১৯১৭ সালের ৪ঠা জুন প্রথম পুলিৎজার পুরস্কারের ঘোষণা করা হয় । বর্তমানে প্রতি বছর এপ্রিল মাসে এই পুরস্কার ঘোষণা করা হয় এবং কলাম্বিয়া ইউনিভার্সিটি এর প্রশাসক হিসেবে কাজ করে। পুরস্কারের বিভাগ: পুলিৎজার পুরস্কার মূলত তিনটি প্রধান ক্ষেত্রে দেওয়া হয়: ১. সাংবাদিকতা: এট...

🔰 তারিখ অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 মাস অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

🔰 বছর অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 ব্যক্তি অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 বিষয় অনুযায়ী তথ্য খুঁজুন :🔍

আরও দেখান

তথ্য তালাশ : অনলাইন সংকলন

আলী হোসেন, লেখক,
তথ্য তালাশ
সুপ্রিয় পাঠক,

তথ্য তালাশ-এর অনলাইন সংকলনে আপনাকে স্বাগত। 

প্রতিদিন, প্রতি নিয়ত বিশ্বজুড়ে ঘটে চলেছে নানান ঘটনা। কিছু বিখ্যাত, কিছু অখ্যাত, আবার কিছু কুখ্যাতও। এই সব হরেক ঘটনার মধ্যে থাকে এমন কিছু ঘটনা, যা মানুষ মনে রাখতে চায়, চায় স্মরণ করতে।

তথ্য তালাশ সেই লক্ষ্য নিয়েই তৈরি। যেহেতু এটি ডিজিটাল ফরম্যাটে তৈরি, তাই যখনই প্রয়োজন পড়বে, আপনার হাতের মোবাইলে হাত রাখলেই আলাদীনের আশ্চর্য প্রদীপের মত সামনে হাজির হবে তথ্য তালাশ

আপনি কি পড়তে চান এই সংকলনটি! ক্লিক করুন এখানে