পৃথিবীর শীতলতম স্থায়ী জনবসতি The coldest permanent settlement in the world The-coldest-permanent-settlement-in-the-world ওইমিয়াকন (Oymyakon): পৃথিবীর শীতলতম স্থায়ী জনবসতি। সাধারণ তথ্য : অবস্থান : সাইবেরিয়া, রাশিয়া (সাখা প্রজাতন্ত্র বা ইয়াকুটিয়া অঞ্চল)। জনসংখ্যা : প্রায় ৫০০-৯০০ জন (স্থানীয় ইয়াকুত ও রাশিয়ান)। নিকটতম শহর : ইয়াকুটস্ক (প্রায় ৯২৮ কিমি দূরে)। গড় শীতকালীন তাপমাত্রা : -৫০°C (জানুয়ারিতে গড় -৫৮°C পর্যন্ত নামে)। রেকর্ড সর্বনিম্ন তাপমাত্রা : -৭১.২°C (১৯২৪ সালে রেকর্ড করা হয়েছে)। জীবনযাত্রার চ্যালেঞ্জ 1. অবিশ্বাস্য শীত : - শীতকালে দিনমাত্র ৩ ঘণ্টা আলো থাকে। - গাড়ি চালাতে হলে ইঞ্জিন অবিরাম জ্বালিয়ে রাখতে হয়, জমে বিকল হয়ে যায়। - মোবাইল নেটওয়ার্ক ও ইলেকট্রনিক ডিভাইস often কাজ করে না। 2. খাদ্যাভ্যাস : - তাজা শাকসবজি পাওয়া দুষ্কর, তাই স্থানীয়রা mainly মাংস (রেনডিয়ার, ঘোড়া, মাছ) ও দুগ্ধজাত খাবার খায়। - বরফের মাছ (ফ্রোজেন ফিশ) একটি জনপ্রিয় খাবার, যা কাঁচাই খাওয়া হয়! 3. আবাসন ও পোশাক : - বাড়িগুলো কাঠের তৈরি, যাত...