রাজীব গান্ধীর হত্যাকান্ড
রাজীব গান্ধীর হত্যাকান্ড: Rajiv Gandhi's Assassination Rajiv-Gandhis-Assassination ১৯৯১ সালে একুশে মে। এই দিন রাত দশটা দশ মিনিটে রাজীব গান্ধী এক আত্মঘাতী বোমা হামলায় নিহত হন। রাজীব গান্ধী ভারতের ষষ্ঠ প্রধানমন্ত্রী। ১৯৯১ সালের ২১ শে মে শ্রীপেরিম্ভুদরে কংগ্রেসের প্রচার চালাচ্ছিলেন। এই দিন রাত ১০:১০ মিনিট নাগাদ এলটিটিই জঙ্গি গোষ্ঠীর একটি আত্মঘাতী মানববোমার আঘাতে মৃত্যুবরণ করেন।