পোস্টগুলি

ক্রিকেট খেলা লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন

দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন : South Africa's return to International Cricket ১৯৯১ সালের ১০ জুলাই। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করে। ১৯৭০ সালে জারি হওয়া বর্ণ বৈষম্য নীতির কারণে তারা এই খেলায় অংশ নিতে পারতেন না । অবশেষে এই নীতির অবসানের মধ্য দিয়ে ১৯৯১ সালের ১০ জুলাই আন্তর্জাতিক ক্রিকেট আঙ্গিনায় ফিরে আসার অনুমতি পায়।

সুনীল গাভাস্কারের জন্মদিন

সুনীল গাভাস্কারের জন্ম দিন : Sunil Gavaskar's Birthday ১৯৪৯ সালের ১০ জুলাই। সুনীল গাভাসকরের জন্মদিন। তাঁর পুরো নাম সুনীল মনোহর গভাসকর । তিনি একজন স্বনামধন্য ভারতীয় ক্রিকেটার।  টেস্ট ক্রিকেটে ৩৪ টি সেঞ্চুরিসহ  তাঁর ১০ হাজারেরও বেশি রান রয়েছে। ভারতীয় ক্রিকেট ইতিহাসে ‘ লিটিল মাস্টার ’ নামে  তিনি খ্যাতি লাভ করেছেন। আজ সুনীল গাভাস্কারের জন্মদিন। তিনি ১৯৪৯ সালের ১০ জুলাই মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন। ভারতীয় ক্রিকেট দলের একজন প্রাক্তন অধিনায়ক এবং প্রথিতযশা ব্যাটসম্যান হিসেবে তিনি ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে পরিচিত। তাঁকে ‘ লিটল মাস্টার ’ নামেও ডাকা হয়। গাভাস্কার ১৯৭১ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত ভারত এবং মুম্বাইয়ের হয়ে খেলেছেন। তিনি টেস্ট ক্রিকেটে ১০,০০০ রান করা প্রথম ক্রিকেটার এবং একসময় টেস্টে সর্বাধিক সেঞ্চুরির (৩৪টি) রেকর্ড তার নামে ছিল, যা পরবর্তীতে শচীন টেন্ডুলকার ভেঙে দেন। তিনি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাঁর অভিষেক টেস্ট সিরিজে ৭৭৪ রান করে রেকর্ড গড়েছিলেন, যা আজও ভারতীয় ক্রিকেটে একটি অক্ষত রেকর্ড । তাঁর আন্তর্জাতিক কর্মজীবনে তিনি ১২...

সৌরভ গঙ্গোপাধ্যায় এর জন্মদিন

সৌরভ গঙ্গোপাধ্যায়-এর জন্মদিন Sourav Gangulys Birthday ১৯৭২ সালের ৮ জুলাই। সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিন। তিনি একজন ভারতীয় ক্রিকেটার এবং বিসিসিআইয়ের প্রাক্তন প্রেসিডেন্ট। ভারতীয় ক্রিকেট অধিনায়ক হিসেবে তার খ্যাতি বিশ্বজোড়া। ১১৩ টি টেস্ট ও ৩১১ টি একদিনের ম্যাচ খেলেছেন তিনি। তাঁর মোট শত রানের (সেঞ্চুরি) সংখ্যা ৩৮ টি। ১৯ ২০১৯ থেকে ২০২২ পর্যন্ত তিনি ছিলেন বিসিসিআইয়ের প্রেসিডেন্ট।

মহেন্দ্র সিং ধোনির জন্মদিন

মহেন্দ্র সিং ধোনির জন্মদিন Mahendra Singh Dhoni's Birthday ১৯৮১ সালের  ৭ জুন । ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি র জন্মদিন। ১৯৮১ সালের আজকের দিনে তিনি রাঁচি শহরে জন্মগ্রহণ করেন। তাঁর অধিনায়কত্বে ভারতীয় দল ২০১১ সালে ‘ বিশ্বকাপ ’ জয় করে। এছাড়া ২০০৭ সালে ‘ টি-টোয়েন্টি বিশ্বকাপ ’, ২০১৩ সালে ‘ চ্যাম্পিয়নস ট্রফি ’ এবং তিনবার ‘ এশিয়া কাপ ’ জয়লাভ করে।

ভারতের প্রথম ক্রিকেট বিশ্বকাপ জয়

ছবি
ভারতের প্রথম ক্রিকেট বিশ্বকাপ জয় ভারতের প্রথম ক্রিকেট বিশ্বকাপ জয় India's first Cricket World Cup win ১৯৮৩ সালের ২৫ জুন । এই দিন ভারত প্রথম ক্রিকেট বিশ্বকাপ জয় লাভ করে। এই বিশ্বকাপে ভারতীয় দলের নেতৃত্ব প্রবাদপ্রতিম ক্রিকেটার কপিল দেব । খেলাটি হয়েছিল ইংল্যান্ডের লর্ডস স্টেডিয়ামে । ভারতের বিপক্ষে খেলেছিল ওয়েস্ট ইন্ডিজ । এই খেলায় ভারত জয়লাভ করেছিল ৪৩ রানে। এই ঐতিহাসিক বিজয় ছিল ভারতীয় ক্রিকেট ইতিহাসের এক অবিস্মরণীয় মুহূর্ত । কিছু গুরুত্বপূর্ণ তথ্য: অধিনায়ক : এই ঐতিহাসিক জয়ের পেছনে মূল কারিগর ছিলেন কিংবদন্তি অলরাউন্ডার কপিল দেব । তার অসাধারণ নেতৃত্বেই ভারত সেই সময়ে অপ্রতিরোধ্য ওয়েস্ট ইন্ডিজকে পরাস্ত করে। টুর্নামেন্টের প্রেক্ষাপট : ১৯৮৩ সালের বিশ্বকাপ শুরু হওয়ার আগে ভারত ক্রিকেট বিশ্বে খুব একটা শক্তিশালী দল হিসেবে বিবেচিত ছিল না। ওয়েস্ট ইন্ডিজ তখন দুবার বিশ্বকাপ জয়ী এবং টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার প্রবল দাবিদার ছিল। ভারতীয় দল কে ' আন্ডারডগ ' বা দুর্বল দল হিসেবে দেখা হচ্ছিল। ফাইনালে প্রতিপক্ষ: ২৫শে জুন ১৯৮৩ সালে লন্ডনের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট ...

প্রথম ক্রিকেট বিশ্বকাপ

ছবি
প্রথম ক্রিকেট বিশ্বকাপ প্রথম ক্রিকেট বিশ্বকাপ প্রথম বিশ্বকাপ শুরু হয়েছিল কবে, কোথায়? First Cricket World Cup ১৯৭৫ সালের ৭ই জুন। ইংল্যান্ডে প্রথম ক্রিকেট বিশ্বকাপ শুরু হয়। প্রথম ক্রিকেট বিশ্বকাপে জয়লাভ করেছিল ক্লাইভ লাইটে নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজ টিম। ফাইনালে তারা অস্ট্রেলিয়াকে ১৭ রানে পরাজিত করেছিল। প্রথম পুরুষ ক্রিকেট বিশ্বকাপ , যা আনুষ্ঠানিকভাবে ‘ প্রুডেনশিয়াল কাপ ’ নামে পরিচিত ছিল, ১৯৭৫ সালের ৭ই জুন থেকে ২১শে জুন পর্যন্ত ইংল্যান্ডে অনুষ্ঠিত হয়েছিল। এটি ছিল একদিনের আন্তর্জাতিক (ODI) ক্রিকেটের প্রথম বিশ্বকাপ। প্রথম ক্রিকেট বিশ্বকাপের সংক্ষিপ্ত বিবরণ: সময়কাল: ৭ জুন - ২১ জুন, ১৯৭৫ আয়োজক দেশ:  ইংল্যান্ড ফরম্যাট: ৬০ ওভারের একদিনের ম্যাচ (প্রতি ইনিংসে ৬০ ওভার)। অংশগ্রহণকারী দল: ৮টি দল - ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা এবং পূর্ব আফ্রিকা। দলগুলোকে দুটি গ্রুপে বিভক্ত করা হয়েছিল। প্রথম ক্রিকেট বিশ্বকাপের ধরন:  সাদা পোশাকে ও লাল বলে দিনের বেলা খেলা অনুষ্ঠিত হত। প্রথম বিশ্বকাপের ফাইনাল:  ফাইনাল ম্যাচটি লন্ডনের লর...

আম্পায়ার স্টিভ বাকনারের জন্মদিন

আম্পায়ার স্টিভ বাকনারের জন্মদিন Umpire Steve Buckner's birthday ১৯৪৬ সালের ৩১ মে স্টিভ বাকনার জন্মগ্রহণ করেন। তিনি ১২৮টি ‘ টেস্ট ক্রিকেট’ ও ১৮১টি ‘ এক দিনের ম্যাচে ’ আম্পায়ারিং করেছেন। মজার কথা , আম্পায়ার হওয়ার আগে তিনি ক্রিকেটার নয়, ফুটবল খেলোয়াড় হিসাবে জীবন শুরু করেছিলেন। সেখানে রেফারিংও করেছিলেন। স্টিভ বাকনার (Steve Bucknor) একজন প্রখ্যাত ও সম্মানিত ক্রিকেট আম্পায়ার, যিনি তার দীর্ঘ ও বিশিষ্ট কর্মজীবনের জন্য পরিচিত।  স্টিভ বাকনারের সংক্ষিপ্ত পরিচিতি : স্টিভ বাকনারের জন্ম: স্টিভ বাকনারের জন্ম ৩১ মে, ১৯৪৬, জ্যামাইকার মন্টিগো বে শহরে। তাঁর পুরো নাম স্টিফেন অ্যান্থনি বাকনার । কিন্তু তিনি সমগ্র বিশ্বে খ্যাতি অর্জন করেছেন ওয়েস্ট ইন্ডিয়ান আন্তর্জাতিক ক্রিকেট আম্পায়ার হিসেবে। ক্রিকেট বিশ্বে তিনি স্টিভ বাকনার নামেই সর্বাধিক পরিচিত। স্টিভ বাকনারের কর্মজীবন : ১) প্রাথমিক কর্মজীবন : তিনি প্রথম জীবনে একজন গণিত শিক্ষক,   ফুটবল রেফারি  এবং কোচ  হিসেবে কাজ করছেন। ফুটবল বিশ্বকাপ কোয়ালিফায়ারের মতো বড় ইভেন্টেও রেফারির দায়িত্ব পালন করেছেন। পরে ১৯৮৯ সালে আন্তর্জাতিক ...

🔰 ব্যক্তি অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 বিষয় অনুযায়ী তথ্য খুঁজুন :🔍

আরও দেখান

তথ্য তালাশ : অনলাইন সংকলন

আলী হোসেন, লেখক,
তথ্য তালাশ
সুপ্রিয় পাঠক,

তথ্য তালাশ-এর অনলাইন সংকলনে আপনাকে স্বাগত। 

প্রতিদিন, প্রতি নিয়ত বিশ্বজুড়ে ঘটে চলেছে নানান ঘটনা। কিছু বিখ্যাত, কিছু অখ্যাত, আবার কিছু কুখ্যাতও। এই সব হরেক ঘটনার মধ্যে থাকে এমন কিছু ঘটনা, যা মানুষ মনে রাখতে চায়, চায় স্মরণ করতে।

তথ্য তালাশ সেই লক্ষ্য নিয়েই তৈরি। যেহেতু এটি ডিজিটাল ফরম্যাটে তৈরি, তাই যখনই প্রয়োজন পড়বে, আপনার হাতের মোবাইলে হাত রাখলেই আলাদীনের আশ্চর্য প্রদীপের মত সামনে হাজির হবে তথ্য তালাশ

আপনি কি পড়তে চান এই সংকলনটি! ক্লিক করুন এখানে