বিপ্লবী সত্যেন্দ্রনাথ বসু জন্মদিন
বিপ্লবী সত্যেন্দ্রনাথ বসু জন্মদিন Revolutionary Satyendranath Bose's birthday ১৮৮২ সালের ৩০ জুলাই। বিপ্লবী সত্যেন্দ্রনাথ বসুর জন্মদিন। সত্যেন্দ্রনাথ বসু ছিলেন অগ্নিযুগের ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন অন্যতম বিপ্লবী ব্যক্তিত্ব। তিনি আলিপুর বোমা মামলার রাজসাক্ষী নরেন্দ্রনাথ গোস্বামী বা নরেন গোঁসাইকে গুলি করে হত্যা করেছিলেন। এই অপরাধে ১৯০৮ সালে ২৩ ( মতান্তরে ২২) নভেম্বর, কোলকাতার প্রেসিডেন্সি জেলে তাঁর ফাঁসি দেওয়া হয় । জন্ম ও শৈশব : অবিভক্ত মেদিনীপুর জেলায় ১৮৮২ সালে ৩০ শে জুলাই জন্মগ্রহণ করেছিলেন। তাঁর বাবা অভয়া চরণ বসু মেদিনীপুর কলেজের একজন অধ্যাপক ছিলেন। ১৮৫০ সাল থেকে তিনি মেদিনীপুরে স্থায়ী ভাবে বসবাস শুরু করেন । অভয়া চরণের পাঁচ পুত্রের কথা জানা যায়। এদের মধ্যে জ্ঞানেন্দ্র নাথ, সত্যেন্দ্র নাথ, ভূপেন্দ্র নাথ, সুবোধ কুমারের নাম জানা যায়। অন্য পুত্রের নাম জানা যায়নি। তাঁর তিন জন কন্যা সন্তান ছিলেন বলেও আমরা জানতে পারি। সত্যেন্দ্রনাথ ছিলেন শ্রী অরবিন্দের মামা। যদিও তিনি প্রায় দশ বছরের ছোটো ছিলেন। সত্যেন্দ্রনাথ বসুর পরিবারটি মূলত অবিভক্ত ২৪ পরগনার জেলার বোড়ালের অধিবা...