পোস্টগুলি

২৪ জুলাই লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

বিখ্যাত : তথ্য। তারিখ। মাস। বছর। বিষয়। ব্যক্তি খুঁজুন :

উত্তম কুমারের প্রয়াণ দিবস

উত্তম কুমারের প্রয়াণ দিবস ১৯৮০ সালের ২৪ জুলাই। মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবস। ১৯৮০ সালের আজকের তারিখে তিনি প্রয়াত হন কলকাতা শহরে। তার আসল নাম অরুন কুমার চট্টোপাধ্যায়। তার অভিনেত উল্লেখযোগ্য সিনেমাগুলির মধ্যে এন্টনি ফিরিঙ্গি চিড়িয়াখানা উল্লেখযোগ্য। এই ছবিতে অভিনয়ের জন্য তিনি জাতীয় পুরস্কার পেয়েছিলেন। উত্তম কুমারের জন্মদিন ১৯২৬ সালের ৩ সেপ্টেম্বর ।

জেনিফার লোপেজ এর জন্মদিন

জেনিফার লোপেজ এর জন্মদিন Jennifer Lopez's birthday ১৯৬৯ সালের ২৪ জুলাই। মার্কিন গায়িকা ও অভিনেত্রী জেনিফার লোপেজ জন্মগ্রহণ করেন মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে। তাঁর অভিনীত ছবিগুলির মধ্যে আউট অফ সাইট, সেলেনা, এনাকোন্ডা উল্লেখযোগ্য।

🔰 তারিখ অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 মাস অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

🔰 বছর অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 ব্যক্তি অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 বিষয় অনুযায়ী তথ্য খুঁজুন :🔍

আরও দেখান

তথ্য তালাশ : অনলাইন সংকলন

আলী হোসেন, লেখক,
তথ্য তালাশ
সুপ্রিয় পাঠক,

তথ্য তালাশ-এর অনলাইন সংকলনে আপনাকে স্বাগত। 

প্রতিদিন, প্রতি নিয়ত বিশ্বজুড়ে ঘটে চলেছে নানান ঘটনা। কিছু বিখ্যাত, কিছু অখ্যাত, আবার কিছু কুখ্যাতও। এই সব হরেক ঘটনার মধ্যে থাকে এমন কিছু ঘটনা, যা মানুষ মনে রাখতে চায়, চায় স্মরণ করতে।

তথ্য তালাশ সেই লক্ষ্য নিয়েই তৈরি। যেহেতু এটি ডিজিটাল ফরম্যাটে তৈরি, তাই যখনই প্রয়োজন পড়বে, আপনার হাতের মোবাইলে হাত রাখলেই আলাদীনের আশ্চর্য প্রদীপের মত সামনে হাজির হবে তথ্য তালাশ

আপনি কি পড়তে চান এই সংকলনটি! ক্লিক করুন এখানে