ফিফা বা আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন গঠন
ফিফা বা আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন গঠন Formation of FIFA or the International Federation of Association Football ১৯০৪ সালের ২১ শে মে ‘ ফিফা ’ গঠন করা হয়। ফিফা (FIFA) শব্দটির ফুল ফর্ম হল ‘ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন’। আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনে বর্তমানে ২১১ টি দেশের জাতীয় ফুটবল সংস্থাগুলো যুক্ত আছে।