গুরু নানকের প্রয়াণ দিবস
গুরু নানকের প্রয়াণ দিবস : Death Anniversary of Guru Nanak ১৫৩৯ সালের ২২ সেপ্টেম্বর। গুরু নানকের প্রয়াণ দিবস । ১৫৩৯ সালের আজকের দিনে শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানক প্রায়ত হন। গুরু নানক মারা যান বয়স ৭০ বছর বয়সে মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত কর্তারপুর অঞ্চলে। বর্তমানে এটি পাকিস্তানে অবস্থিত। শিখ ধর্মের দশম গরুদের মধ্যে তিনি ছিলেন প্রথম গুরু । তাঁর বাণী সম্বলিত গ্রন্থের নাম ‘ গ্রন্থ সাহেব ’। এটাই শিখ ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ।