পোস্টগুলি

২৩ তারিখ লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

বিখ্যাত : তথ্য। তারিখ। মাস। বছর। বিষয়। ব্যক্তি খুঁজুন :

মোহনলাল-এর দাদাসাহেব ফালকে পুরস্কার প্রাপ্তি

মোহনলাল-এর দাদাসাহেব ফালকে পুরস্কার ২০২৩ প্রাপ্তি : ২০২৫ সালের ২৩ সেপ্টেম্বর। মালায়ালি (মলিউড) সুপারস্টার মোহনলাল ‘ দাদা সাহেব ফালকে পুরস্কার ২০২৩ ’ লাভ করেন। এটি ভারতের ৭১ তম দাদা সাহেব ফালকে পুরস্কার ।  ভারতীয় সিনেমায় নজির সৃষ্টিকারী অবদানের জন্য প্রবাদপ্রতিম এই অভিনেতা পরিচালক ও প্রযোজককে এই পুরস্কার দেয়া হচ্ছে। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক জানিয়েছে, তাঁর অতুলনীয় ও বহুমুখী প্রতিভা এবং অবিরাম পরিশ্রম ভারতীয় চলচ্চিত্রকে ‘ গোল্ডেন স্ট্যান্ডার্ড ’ দিয়েছে।২০০৪ সালে এই পুরস্কার পান মলিউড তারকা আদুর গোপালকৃষ্ণন । উল্লেখ্য, গত বছর এই পুরস্কার পেয়েছিলেন বাঙালি সুপারস্টার মিঠুন চক্রবর্তী । এবারের সিলেকশন কমিটিতে যারা ছিলেন তাদের মধ্যে অন্যতম সদস্য গতবারের দাদাসাহেব ফালকে পুরস্কার বিজয়ী মিঠুন চক্রবর্তী । এছাড়া ছিলেন শংকর মহাদেবন ও আশুতোষ গোয়াড়িকর। প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মোহনলালকে অভিনন্দন জানিয়ে তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘ অসাধারণ ও বহুমুখী প্রতিভার অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন শ্রীমহলালজি। দশকের কালজয়ী কাজে ভর্তি তার ঝুলি। মালা...

বিজ্ঞানী রাধাগোবিন্দ কর জন্মগ্রহণ করেন

বিজ্ঞানী রাধাগোবিন্দ কর জন্মদিন Scientist Radha Govinda Kar's birthday ১৮৫২ সালের ২৩ আগস্ট। রাধাগোবিন্দ কর জন্মগ্রহণ করেন। তিনি ক্যালকাটা স্কুল অফ মেডিসিনের সহ প্রতিষ্ঠাতা ছিলেন। ১৯১৮ সালে তাঁর মৃত্যুর পর এর নাম রাখা হয় আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতাল।

ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বাজারজাত করা হয়

‘ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব’(www ) বাজারজাত করা হয় : The World Wide Web is marketed ১৯৯১ সালের ২৩ আগস্ট। জেনেভার সার্ন কোম্পানি সর্বপ্রথম ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (World Wide Web) বাজারে নিয়ে আসে। ১৯৮৯ সালে ব্রিটিশ কম্পিউটার বিশেষজ্ঞ টিম বার্নার্স লি এটি তৈরি বা আবিষ্কার করেছিলেন। এটি মূলত ওয়েব ব্রাউজার দিয়ে অ্যাক্সেস করা ইন্টারলিঙ্কড হাইপারটেক্সট ডকুমেন্টগুলোর একটি গ্লোবাল সিস্টেম। ওয়েবকে প্রায়শই "দ্য ওয়েব" বলা হয়। এটি ইন্টারনেট ব্যবহার করে তথ্য আদান-প্রদান করতে পারে। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (World Wide Web) : ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (WWW বা W3) হল একটি বৈশ্বিক তথ্য ব্যবস্থা যেখানে ডকুমেন্টগুলো হাইপারটেক্সট বা হাইপারমিডিয়া হিসেবে সংরক্ষিত থাকে এবং ইন্টারনেটের মাধ্যমে একে অপরের সাথে সংযুক্ত করা যায়। এটি ইন্টারনেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বহুল ব্যবহৃত পরিসেবা। WWW-এর ইতিহাস : আবিষ্কারক:  স্যার টিম বার্নার্স-লি (Tim Berners-Lee) ১৯৮৯ সালে CERN (ইউরোপীয় নিউক্লিয়ার রিসার্চ অর্গানাইজেশন) গবেষণাগারে এটি প্রস্তাব করেন। প্রথম ওয়েবসাইট: ১৯৯১ সালে CERN-এ চালু হয়, যার ঠিকানা ছিল h...

🔰 তারিখ অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 মাস অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

🔰 বছর অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 ব্যক্তি অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 বিষয় অনুযায়ী তথ্য খুঁজুন :🔍

আরও দেখান

তথ্য তালাশ : অনলাইন সংকলন

আলী হোসেন, লেখক,
তথ্য তালাশ
সুপ্রিয় পাঠক,

তথ্য তালাশ-এর অনলাইন সংকলনে আপনাকে স্বাগত। 

প্রতিদিন, প্রতি নিয়ত বিশ্বজুড়ে ঘটে চলেছে নানান ঘটনা। কিছু বিখ্যাত, কিছু অখ্যাত, আবার কিছু কুখ্যাতও। এই সব হরেক ঘটনার মধ্যে থাকে এমন কিছু ঘটনা, যা মানুষ মনে রাখতে চায়, চায় স্মরণ করতে।

তথ্য তালাশ সেই লক্ষ্য নিয়েই তৈরি। যেহেতু এটি ডিজিটাল ফরম্যাটে তৈরি, তাই যখনই প্রয়োজন পড়বে, আপনার হাতের মোবাইলে হাত রাখলেই আলাদীনের আশ্চর্য প্রদীপের মত সামনে হাজির হবে তথ্য তালাশ

আপনি কি পড়তে চান এই সংকলনটি! ক্লিক করুন এখানে