পোস্টগুলি

লিওনার্দো দা ভিঞ্চি লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

মোনালিসা ছবি চুরি হয়

মোনালিসা ছবি চুরি হয় : The day the Mona Lisa was stolen ১৯১১ সালের ২১ আগস্ট। পৃথিবী বিখ্যাত চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চির আঁকা বিখ্যাত ছবি মোনালিসা চুরি হয়ে যায়। ফ্রান্সের ল্যুভর মিউজিয়াম থেকে ছবিটি চুরি করেন মিউজিয়ামেরই একজন কর্মী। দু'বছর পর ১৯১৩ সালে ছবিটি উদ্ধার হয় এবং পুনরায় মিউজিয়ামে রাখার ব্যবস্থা করা হয়। মোনালিসা (Mona Lisa) : মোনালিসা হল পৃথিবী বিখ্যাত তৈলচিত্র। এই চিত্রটি ‘ লা জিওকোন্দা ’ (La Gioconda) নামেও পরিচিত। ইতালীয় রেনেসাঁসের মহান শিল্পী লিওনার্দো দা ভিঞ্চি  এই চিত্রটি আঁকেন। এটি বর্তমানে ফ্রান্সের প্যারিসের ‘ ল্যুভর জাদুঘরে ’ প্রদর্শিত হয় এবং এটি বিশ্বের সবচেয়ে স্বীকৃত, অধ্যয়নকৃত, এবং সমাদৃত শিল্পকর্মগুলির মধ্যে একটি। ইতিহাসের সময়রেখা ও গুরুত্বপূর্ণ ঘটনাসমূহ: ১. সৃষ্টিলগ্ন (১৫০৩-১৫০৬, সম্ভবত ১৫১৭ পর্যন্ত) : ক) চিত্রশিল্পী:  লিওনার্দো দা ভিঞ্চি। খ) আদেশদাতা:   ধারণা করা হয়, ফ্লোরেন্সের একজন সফল রেশম ব্যবসায়ী ‘ ফ্রান্সেসকো দেল জিওকোন্দো ’ তাঁর স্ত্রী লিসা ঘেরার্দিনি -র একটি প্রতিকৃতি আঁকার জন্য লিওনার্দোকে নিযুক্ত করেছিলেন। এ থেকেই ইতালী...

🔰 ব্যক্তি অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 বিষয় অনুযায়ী তথ্য খুঁজুন :🔍

আরও দেখান

তথ্য তালাশ : অনলাইন সংকলন

আলী হোসেন, লেখক,
তথ্য তালাশ
সুপ্রিয় পাঠক,

তথ্য তালাশ-এর অনলাইন সংকলনে আপনাকে স্বাগত। 

প্রতিদিন, প্রতি নিয়ত বিশ্বজুড়ে ঘটে চলেছে নানান ঘটনা। কিছু বিখ্যাত, কিছু অখ্যাত, আবার কিছু কুখ্যাতও। এই সব হরেক ঘটনার মধ্যে থাকে এমন কিছু ঘটনা, যা মানুষ মনে রাখতে চায়, চায় স্মরণ করতে।

তথ্য তালাশ সেই লক্ষ্য নিয়েই তৈরি। যেহেতু এটি ডিজিটাল ফরম্যাটে তৈরি, তাই যখনই প্রয়োজন পড়বে, আপনার হাতের মোবাইলে হাত রাখলেই আলাদীনের আশ্চর্য প্রদীপের মত সামনে হাজির হবে তথ্য তালাশ

আপনি কি পড়তে চান এই সংকলনটি! ক্লিক করুন এখানে